ওজন বেড়ে দ্বিগুন- টাক পড়েছে মাথায় , চিনতে পারছেন বব বিশ্বাসকে
তিলোত্তমায় পা রাখলেন বব বিশ্বাস। বছরের শুরুতেই ছবির শুটিং শুরু হয়েছিল। কিন্তু করোনা আবহে মাঝপথেই বন্ধ হয়েছিল সেই কাজ। একটানা ৪০ দিন কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে শুটিং সারলেও তা শেষ হয়নি। গতকাল থেকেই ফের শুরু হয়েছে শুটিং। সম্প্রতি প্রকাশ্যে এসেছে বব বিশ্বাসের প্রথম লুক। মাথায় হালকা টাক, ওজনও বেড়েছে দ্বিগুন, এ কেমন চেহারা হয়েছে জুনিয়র বচ্চনের, যা দেখে সকলেই ভিড়মি খাচ্ছেন।
- FB
- TW
- Linkdin
কয়েকদিন আগে থেকেই কানাঘুসো চলছিল শহরে আসবেন বব বিশ্বাস। কিন্তু কবে? সেই নিয়ে দর্শকদের আগ্রহের শেষ ছিল না। অবশেষে দর্শকদের সমস্ত উৎকন্ঠা জিইয়ে রেখে কলকাতা পৌঁছলেন বব বিশ্বাস।
আগামীকাল থেকেই শুরু হয়েছে ছবির শ্যুটিং। আপাতত কলকাতাতেই থাকবেন বব বিশ্বাস ওরফে অভিষেক বচ্চন।
নয়া লুকে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন জুনিয়র বচ্চন।মাথায় হালকা টাক, ওজনও বেড়েছে দ্বিগুন, এ কেমন চেহারা হয়েছে জুনিয়র বচ্চনের, যা দেখে সকলেই ভিড়মি খাচ্ছেন।
পরণে নীল শার্ট ও ধূসর প্যান্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে মাস্ক পরেই দেখা মিলেছে অভিষেক বচ্চনের।
গত ২৫ নভেম্বর থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে ছবির শুটিং। ময়দান, পাটুলু, বেনিয়াপুকুর, পঞ্চসায়র সহ কলকাতার আশেপাশে এলাকাতেই হবে শুটিং। এর আগেও দক্ষিণ কলকাতাতে চলেছিল শুটিং।
তবে শুধু বব বিশ্বাস একাই নন, অনস্ক্রিন স্ত্রী চিত্রাঙ্গদা সিংহ শুটিংয়ের জন্য কলকাতায় রয়েছেন। তাদের বাচ্চাও রয়েছে।
'কাহানি' এবং 'কাহানি ২'-এর সাফল্যের পরই প্রিক্যুয়েলে মন দিয়েছেন ছবির পরিচালক সুজয় ঘোষ। সুজয় ঘোষের প্রযোজনা সংস্থা বাউন্ড স্ক্রিপ্ট এবং রেড চিলিজের প্রযোজনায় যৌথভাবে পরিচালনা করবেন ছবিটি।
ছবির পরিচালক সুজয় ঘোষ নয়, সুজয়ের পরিবর্তে তার মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ ছবির পরিচালনা করতে চলেছেন। আর এই ছবি দিয়েই বলিউডে তার প্রথম ছবি পরিচালনা হতে চলেছে। গত বছরেই দিয়ার প্রথম শর্টফিল্ম মুক্তি পেয়েছিল। এবং সেটি কান ফেস্টিভ্যালে দেখানোও হয়েছিল।
ছবির পরিচালক সুজয় ঘোষ নয়, সুজয়ের পরিবর্তে তার মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ ছবির পরিচালনা করতে চলেছেন। আর এই ছবি দিয়েই বলিউডে তার প্রথম ছবি পরিচালনা হতে চলেছে। গত বছরেই দিয়ার প্রথম শর্টফিল্ম মুক্তি পেয়েছিল। এবং সেটি কান ফেস্টিভ্যালে দেখানোও হয়েছিল।