'ভাল বাবা হলেও যোগ্য স্বামী নয়, একাধিক নারীসঙ্গে জড়িত ধর্মেন্দ্রকে নিয়ে বিস্ফোরক সানি দেওলের মা
First Published Dec 7, 2020, 2:55 PM IST
ব়োম্যান্স থেকে অ্যাকশন- বলি অভিনেতা বীরু অর্থাৎ সকলের প্রিয় ধর্মেন্দ্র একসময়ে ঝড় তুলেছিলেন বি-টাউনে। কেরিয়ারে শুরু থেকেই একের পর এক ধামাকা ছিল অভিনেতার ঝুলিতে। একাধিক সুপারহিট ছবির নায়কের প্রেমিকার সংখ্যা ছিল বেশ দীর্ঘ। এমনকী বিবাহিত হওয়া সত্ত্বেও প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে তালাক না দিয়েই হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। সম্প্রতি এহেন অভিনেতাকে নিয়ে প্রথম স্ত্রী প্রকাশ কৌরের একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জন্মদিনে রইল বীরুর অজানা কাহিনি।

বরাবরই লাইমলাইট থেকে দূরে থেকেছেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। সম্প্রতি একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে ফের লাইমলাইটে বীরু।

১৯৮১ সালে এক সাক্ষাৎকারে সানি দেওলের মা জানিয়েছিলেন, ধর্মেন্দ্র ভাল স্বামী না হলেও যোগ্য বাবা হয়েছে। বাচ্চার দায়িত্ব পালনে সে সর্বদাই যোগ্য ভূমিকা পালন করেছেন। বাচ্চারা তাকে খুবই ভালবাসে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন