কাজল কন্যা নাইসার পাশে কে এই যুবক, জানুন তার আসল পরিচয়
বি-টাউনে স্টারকিডজের জনপ্রিয়তা সবসময়েই তুঙ্গে। কিছু করেই হোক বা না করেই পাপারাৎজির চোখ সর্বদাই যেন তাদের দিকেই রয়েছে। তেমনই স্টারকিডদের মধ্যে সর্বদাই সোশ্যাল মিডিয়ার নজরে রয়েছেন অজয়-কাজল কন্যা নাইসা দেবগণ। একের পর এক বিতর্কিত বিষয়ে উঠে এসেছে তার নাম। সম্প্রতি তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। যেখানে তাকে একটি ছেলের সঙ্গে সবজায়গাতেই দেখা গেছে। এমনকী তাদের বাড়ির অনুষ্ঠানেও দেখা গিয়েছে ওই যুবককে। কিন্তু কে এই যুবক? কী তার আসল পরিচয়? এই প্রশ্নেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। ছবিগুলি প্রকাশ্যে আসা মাত্রই নেটদুনিয়ায় জল্পনা শুরু হয়েছে। নাইসার সঙ্গে ওই যুবকের কী সম্পর্ক, জেনে নিন বিশদে।
19

কাজল কন্যা নাইসার একের পর এক ছবিতে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। সবসময়েই নেটিজেনদের নজরে রয়েছেন এই স্টারকিড।
29
প্রশংসাই হোক বা ট্রোল সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে বেশ অ্যাক্টিভ নাইসা। সম্প্রতি নাইসার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে ভাই যুগ ছাড়া অন্য এক যুবককে দেখা যাচ্ছে।
39
নাইসা দেবগণের সঙ্গে প্রায়শই দেখা যায় এই যুবককে। কিন্তু কে এই যুবক, তা জানতেই মুখিয়ে রয়েছেন নেটিজেনরা।
49
কখনও সেলফি মুডে, তো কখনও আবারা পারিবারিক অনুষ্ঠানে সব জায়গাতেই একসঙ্গে দেখা যাচ্ছে তাদের।
59
নাইসার সঙ্গে প্রতিটি ছবিতেই নজর কেড়েছেন ওই যুবক। নানা ধরনের মজার ছবিতেও পোজ দিয়েছেন দুজনে।
69
বিষটি একটু খোলসা করে বলা যাক। ইনি হলেন নাইসার পিসতুতো ভাই অমন। দুজনের সম্পর্ক বন্ধুর মতোন। দুজনের প্রতিটি খুনসুটির মুহূর্তে সোশ্যালে শেয়ার করেছেন নাইসা। আর যা দেখেই নেটিজেনদের কৌতুহল আরও বেড়ে গিয়েছে।
79
কিছুদিন আগে কাজল এবং নাইসার করেনা আক্রান্ত হওয়ার খবরে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে সেটা যে ভুয়ো ছিল তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অজয় দেবগণ।
89
বর্তমানে পুরো পরিবারের সঙ্গে হোম কোয়ারেন্টাইনে রয়েছে নাইসা।
99
মা-বাবা পেশা হিসেবে অভিনয়কে বেছে নিলেও মেয়ের স্বপ্ন বিশ্ববিখ্যাত শেফ হওয়ার, তেমনটাই জানিয়েছেন কাজলকন্যা নাইসা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।
Latest Videos