- Home
- Entertainment
- Bollywood
- নগ্ন শরীরে আয়নার সামনে সেলফি, উন্মুক্ত বিভাজিকায় স্নানের ছবিতে চরম নিন্দায় মুখে অভিনেত্রী
নগ্ন শরীরে আয়নার সামনে সেলফি, উন্মুক্ত বিভাজিকায় স্নানের ছবিতে চরম নিন্দায় মুখে অভিনেত্রী
- FB
- TW
- Linkdin
সম্পূর্ণ নগ্ন হয়ে অনস্ক্রিন নয়, বরং নিজের উষ্ণতা ছড়িয়ে দিতেই একের পর এক নগ্ন ফোটোশুটে ক্লিক করলেন বলিউডের ইরানি সুন্দরী মন্দানা করিমি।
সম্প্রতি নিজের বাথরুমে নগ্ন হয়ে আয়নার সামনে একের পর এক সেলফি তুললেন অভিনেত্রী।
নিজের ইনস্টা প্রোফাইলেই প্রতিটি ছবি আপলোডও করেছেন সাহসীকতার সঙ্গে। যা মুহূর্তে নজর কেড়েছে নেটিজেনদের।
ছবিগুলি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে, সদ্যই স্নান সেড়ে বেরিয়েছেন মন্দানা। ভেজা চুলে অভিনেত্রীর বোল্ড লুক যেন ঠিকরে বেরোচ্ছে।
পোশাক বলতে গায়ে কিছুই নেই। শুধু টাওয়াল দিয়েই নিজেকে হালকা ভাবে মুড়ে নিয়েছেন।
আবার অঙ্গ বিভাজিকা উন্মুক্ত করেও আয়নার সামনে পোজ দিয়েছেন।
নগ্ন শরীরের ছবি পোস্ট করতেই নিন্দায় ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক নোংরা মন্তব্যে ভরে গিয়েছে অভিনেত্রীর কমেন্ট সেকশন।
নিজের নারীসত্ত্বা উজার করতে গিয়েই অশ্লীল মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী।
ছোটবেলা কেটেছে রক্ষণশীল পরিবারে। তারপরই মডেলিং দুনিয়ায় প্রবেশের পরেই সাহসী সফর শুরু হয় মন্দানার।
মডেলিং করতে করতে বেস কয়েকটি ছবিতে সুযোগ পান। তারপরই বিগ বস সিজন ৯ -এ এসে চতুর্থ স্থানে শো থেকে বেরিয়েছিলেন মন্দানা।
তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিগ বসের সাফল্যই তাকে সকলের কাছে পরিচিত করে তুলেছে।
তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বিগ বসের সাফল্যই তাকে সকলের কাছে পরিচিত করে তুলেছে।