- Home
- Entertainment
- Bollywood
- বিয়ের একমাসের মধ্যেই ED-র তলব ইয়ামি গৌতমকে, আর্থিক তছরূপের মামলা সদ্যবিবাহিতা নায়িকার বিরুদ্ধে
বিয়ের একমাসের মধ্যেই ED-র তলব ইয়ামি গৌতমকে, আর্থিক তছরূপের মামলা সদ্যবিবাহিতা নায়িকার বিরুদ্ধে
করোনাকালে আতঙ্ক নয়,বরং চুপিসাড়ে বিয়ে সেরে নিয়েছিলেনইয়ামি গৌতম। এবার বিয়ের একমাসের মধ্যেই আর্থিক তছরূপের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সমন পাঠাল বলি অভিনেত্রী ইয়ামি গৌতমকে। কিন্তু কী এমন করলেন অভিনেত্রী যে ২ রা জুলাই ইডি-র সমন পাঠানো হল সদ্য বিবাহিতা বলি নায়িকাকে।

বলিউডের প্রথমসারির অভিনেত্রী ইয়ামি গৌতম যে এমনটা করতে পারে তা হয়তো ভুল করেও কেউ টের পায়নি। এতটা গোপনীয়তাও যে রাখা যায় সম্পর্কের মধ্যে তা যেন চোখে আঙুল দিনে প্রমাণ করে দিয়েছিলেন ইয়ামি।
করোনার মধ্যেই চুপিসাড়ে বিয়ে সেরে নিয়েছিলেন ইয়ামি গৌতম। এবার বিয়ের পরই আর্থিক তছরূপের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সমন পাঠাল বলি অভিনেত্রী ইয়ামি গৌতমকে।
কিন্তু কী এমন করলেন অভিনেত্রী যে ২ রা জুলাই ইডি-র সমন পাঠানো হল সদ্য বিবাহিতা বলি নায়িকাকে।
সূত্রের খবর, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে অভিনেত্রীকে জরুরি তলব করতে চায় কেন্দ্রীয় সংস্থা।
ইয়ামির বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ তদন্ত করছে ইডির জোন ২-এর আধিকারিকরা।
তবে প্রথমবার নয়, এই নিয়ে দ্বিতীয়বার সমন পাঠানো হল অভিনেত্রীকে।
উরি:দ্য সার্জিকাল স্ট্রাইক পরিচালক আদিত্য ধরের গলাতেই মালা দিয়েছেন ইয়ামি গৌতম।
বিয়ের পরই মুম্বইতে ফিরেছেন ইয়ামি। আসন্ন ছবি এ থার্সডে-র শুটিং শুরু করেছেন ইয়ামি। তার মধ্যেই ইডি-র সমন হাতে পেয়েই জেরবার নায়িকা।