- Home
- Entertainment
- Bollywood
- Celeb Spotted: আরিয়ান খানের হাজিরা থেকে রেড কার্পেটে সারা-অনন্যা, স্পটলাইটে বিটাউন
Celeb Spotted: আরিয়ান খানের হাজিরা থেকে রেড কার্পেটে সারা-অনন্যা, স্পটলাইটে বিটাউন
- FB
- TW
- Linkdin
![](https://static-gi.asianetnews.com/images/01fnzzc1wcnsbqac20n8c2htv7/whatsapp-image-2021-12-03-at-14-24-58.jpg?impolicy=All_policy&im=Resize=(690))
আরিয়ান খান (Aryan Khan)- জামিনে রয়েছেন আরিয়ান খান। মাদক কাণ্ডে এখনও পর্যন্ত বেকুসুর খালাস হননি তিনি। তাই নিয়ম মেনেই প্রতি শুক্রবার হাজিরা দিচ্ছেন থানায়। আজও সেখানেই ফ্রেমবন্দি খান পুত্র।
ক্যাটরিনা কইফ (katrina Kaif)- ক্যাটরিনা কাইফ, বিয়ে নিয়ে মুখে বেঁধেছেন কুলুপ। তারই মাঝে জিম থেকে বেরনোর সময় ফ্রেমবন্দী ক্যাটরিনা কইফ। ঝড়ের গতীতে ভাইরাল এই ছবি।
কৃতি স্যানন (Kriti Sanon)- কৃতি স্যানন, বিমান বন্দরে ব্যস্ততার মাঝে ফ্রেমবন্দি ক্যাটরিনা কাইফ। ঝড়ের বেগে ভাইরাল তাঁর ফরমাল লুকে ছবি। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত এই সেলেব।
করিশ্মা কাপুর (Karishma Kapoor)- বিমানবন্দের ফ্রেমবন্দি করিশ্মা কাপুর। বর্তমানে আবারও বিটাউনে বেশ অ্যাক্টিভ এই সেলেব। বেশ কয়েকটি সিরিজের কাজ নিয়ে এখন চলছে কথা। তাই নিয়ে ব্যস্ততা তুঙ্গে।
সোনু সুদ (Sonu Sood)- বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে স্টার হলেন সোনু সুদ। ঝড়ের গতীতে ভাইরাল তাঁর নিত্য দিনের সব আপডেট খবর। এদিন বিমানবন্দে ফ্রেমবন্দি সেই মসিহা।
সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi)- সদ্য মুক্তি পেয়েছে বান্টি অউর বাবলি ছবির সিক্যুয়েল। সেই ছবিতেই অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। মুম্বইয়ের অফিসে ডাবিং-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
শিল্পা শেট্টি (Shilpa Shetty)- লোকমাট ফ্যাশন রেড কার্পেটে নজর কাড়লেন শিল্পা শেট্টি। ট্রোলিং এড়িয়ে আবারও নয়া লুকে ধরা দিলেন বিটাউনের ফ্যাশনিস্তা। এদিন আকাশী রঙের গাউনে ঝড় তুললেন এই সেলেব।
রোহিত শেট্টি (Rohit Shetty)- পরিচালক রোহিত শেট্টিও উপস্থিত হলেন লোকমাট ফ্যাশন রেড কার্পেটে, হাতে অ্যাওয়ার্ড নিয়ে পোজ দিয়ে ছবি তুললেন রোহিত শেট্টি। ব্ল্যাক লুকে এদিন স্টানিং পোজ দিলেন পরিচালক।
সিদ্ধার্থ মালহোত্রা (Sidhart Malhotra)- সিদ্ধার্থ মালহোত্রী, বলিউডে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত তিনি, তারই মাঝে কিয়ারার সঙ্গে চলছে গোপনে প্রেমপর্ব। তিনিও রেড কার্পেটে এদিন নজর কাড়লেন।
অনন্যা পান্ডে ও সারা আলি খান (Ananya Panday and Sara Ali Khan)- অনন্যা পান্ডে ও সারা আলি খান, বলিউডের দুই সাইনিং স্টার এদিন ল্যাহেঙ্গায় নজর কাড়লেন রেড কার্পেটে।