রেখা-হেমা-সারিকা, অমিতাভ-জয়া থেকে মিঠুন-যোগীতা বালির জীবনে গ্রহণ হিসেবে রয়ে গিয়েছে এই নায়িকারা
First Published Dec 4, 2020, 2:24 PM IST
বলিউড এবং বি-টাউনের ওপেন সিক্রেট নিয়ে নানা মুণির নানা মত। কার সঙ্গে কার বিয়ে ভাঙল, কার সম্পর্ক গিয়ে ঠেকল তলানিতে, কোন তারকা জুটির ব্রেক আপ আবার কে কে করছে লুকিয়ে প্রেম, এই নিয়ে সাধারণ মানুষের উত্তেজনা ষোলোয়ানা। তবে কোন তারকাদের বৈবাহিক জীবনে পরকীয়ার ছোঁয়া পড়েছে, সেই নিয়ে সকলের উৎসাহ কিঞ্চিৎ বেশি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খান, মিঠুন চক্রবর্তী, সইফ আলি খান স্ত্রী থাকার সত্ত্বেও চুটিয়ে করেছেন প্রেম, এমনই বলে সূত্রের খবর।

অমিতাভ বচ্চনঃ জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনের সম্পর্ক বলিউডের রাজকীয় দম্পতির মধ্যে অন্যতম। তবে তাঁদের মাঝে রেখার নাম চিরজীবনের মত রয়ে গিয়েছে। রেখার সঙ্গে অমিতাভের সম্পর্কের বিষয় তাঁরা কিছু স্বীকার না করলেও, তা বহুল চর্চার বিষয়। দীর্ঘদিনের একে অপরের আশেপাশে না এলেও জয়ার সঙ্গে রেখাকে নিয়ে আজও অমিতাভের সম্পর্ক রহস্যময়।

মিঠুন চক্রবর্তীঃ যোগীতা বালির সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই শ্রীদেবীর প্রেমে পাগল ছিলেন মিঠুন। যোগীতা বালির সঙ্গে সম্পর্কচ্ছেদ না করেই শ্রীদেবীকে লুকিয়ে বিয়েও করেছিলেন তিনি। পরবর্তীকালে যোগীতা বালির সঙ্গে মিঠুনের সম্পর্ক যে একই রকম রয়েছে তা জানার পরই শ্রীদেবী মিঠুনকে ছেড়ে চলে যান।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন