- Home
- Entertainment
- Bollywood
- কোন পর্যায় সুশান্তের মৃত্যুর তদন্ত, স্টেটমেন্ট জাড়ি করে বিস্তারিত জানালো সিবিআই
কোন পর্যায় সুশান্তের মৃত্যুর তদন্ত, স্টেটমেন্ট জাড়ি করে বিস্তারিত জানালো সিবিআই
- FB
- TW
- Linkdin
দেখতে দেখতে কেটে গিয়েছে একশো দিনের বেশি সময়। কিন্তু এখনও কিনারা হয়নি সুশান্তের মৃত্যু তদন্তে।
কেন সিবিআই এর হাতে তন্দের ভার পরার পরও এত সময় লাগছে। একাধিকবার প্রশ্ন তুলেছেন সুশান্তের পরিবারের উকিল বিকাশ সিং।
যদিও সেই তদন্তের মোড় এখন মাদকচক্রেই ঝুঁকেছে। তাতেই বেজায় চটেছে সুশান্ত ভক্তরা।
এবার সেই রহস্যে মোড়া মৃত্যু তদন্ত নিয়েই মুখ খুলল সিবিআই। সাফ জানিয়ে দিল তদন্ত এখন ঠিক কোন পর্যায় দাঁড়িয়ে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বেশ কিছুদিন পর সিবিআই-এর হাতে তদন্তের ভার যায়। কিন্তু শেষ কয়েকদিনে সুশান্তের কোনও আপডেট খবরই নেই।
এবার সোমবার এক সেস্টমেন্ট জারি করল সিবিআই। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে, সব দিক থেকে খুতিয়ে দেখা হচ্ছে এই এই মৃত্যুকে।
পাশাপাশি এইমস থেকে ফাইনাল রিপোর্ট ফরেন্সিকের পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই রিপোর্ট কেন সামনে আনা হয়নি। উঠছে প্রশ্ন।
এবার মিলল তারও উত্তর। সেখান থেকেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কিছু আইনগত সিদ্ধান্তের কারণেই তা খোলসা করা হচ্ছে না প্রকাশ্যে।
যদিও সুশান্তের পরিবারের উকিল বিকাশ সিং-এর কথায় বেশ কিছুদিন আগে সুশান্তের মৃতদেহের ছবি দেখে এইমস-এর এক অফিসারই জানিয়ে ছিলেন অস্বাভাবিক লাগছে। তবে কেন এতটা সময় দিতে হচ্ছে সুশান্তের তদন্তকে।