- Home
- Entertainment
- Bollywood
- বলিউডের পর এবার টেলি জগতকে টার্গেট করা হচ্ছে, মাদকচক্রে ভারতীকে নিয়ে মুখ খুললেন তারকারা
বলিউডের পর এবার টেলি জগতকে টার্গেট করা হচ্ছে, মাদকচক্রে ভারতীকে নিয়ে মুখ খুললেন তারকারা
মাদকচক্রে অভিযুক্ত কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। সঙ্গে নাম জড়িয়েছে তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ারও। টানা জেরার পর গ্রেফতার করা হয়েছে সেলেব দম্পতিকে। ভারতী এবং হর্ষ জেরায় অবশেষে স্বীকার করেছেন গাঁজা সেবন করার কথা। শনিবার টানা তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। রবিবার দু'জনকে মুম্বইয়ের কিলা কোর্টে পেশা করা হয়। তারপরই ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। নার্কোটিকস একের পর এক তারকাদের এই তালিকাতে নাম জড়াতে দেখা গিয়েছে গত কয়েকমাসে।
| Published : Nov 23 2020, 12:01 AM IST
- FB
- TW
- Linkdin
টেলি অভিনেতা, অভিনেত্রী কমেডিয়ানরা সম্প্রতি ভারতী এবং হর্ষকে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। টেলিজগতে অনেকের সঙ্গেই ভাল আলাপ রয়েছে ভারতীর।
তবে তাঁদের মধ্যে একজনও কেউ এ কথা বিশ্বাস করতে নারাজ যে তিনি গাঁজা সেবন করেছেন। করণ পাটেল, ইকবাল খান, রাজু শ্রীবাস্তব সহ কয়েকজন প্রতিক্রিয়া দিয়েছেন এই ঘটনায়।
তবে তাঁদের মধ্যে একজনও কেউ এ কথা বিশ্বাস করতে নারাজ যে তিনি গাঁজা সেবন করেছেন। করণ পাটেল, ইকবাল খান, রাজু শ্রীবাস্তব সহ কয়েকজন প্রতিক্রিয়া দিয়েছেন এই ঘটনায়।
বরং তাঁরা ভারতীকে অত্যন্ত প্রতিভাবান একজন বলে মানেন। যতবারই তাঁর সঙ্গে দেখা হয়েছে, প্রতিভা এবং পেশাদারিত্ব ছাড়া তাঁদের আর কিছুই চোখে পড়েনি।
তবে এই তারাকারা ভারতীর সম্বন্ধে কম টেলিভিশন ইন্ডাস্ট্রির সম্বন্ধে অতিরিক্ত কথা বলল। তাঁদের কথায় বলিউডের পর এবার টেলি জগৎকে টার্গেট করা হচ্ছে।
অনেককেই নাকি এবার ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে টেনে আনা হতে পারে মাদকচক্রে। যদিও এনাদের মতে মাদক তাঁরা সেবন করেননি এবং চেনা কাউকেও সেবন করতে দেখেননি।
মাঝে মাদকচক্রের বেশ কিছুদিন সেই রেশ খানিক হালকা হলেও, আবারও তা ঝড় তুলল ভারতী সিংয়ের তলব ও গ্রেফতারের ঘটনায়।
মাদক চক্রের জেরে এনসিবি থেকে সমন পাঠানো হয় তাঁদের। শনিবার দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। তাঁদের বাড়িতে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।