- Home
- Entertainment
- Bollywood
- সুশান্ত মৃত্যু তদন্তে নামানো হোক সিবিআই, বিহার সরকারের আর্জিতে অনুমোদন কেন্দ্রের
সুশান্ত মৃত্যু তদন্তে নামানো হোক সিবিআই, বিহার সরকারের আর্জিতে অনুমোদন কেন্দ্রের
- FB
- TW
- Linkdin
সুশান্তের মৃত্যুর তদন্তের ভার দেওয়া হোক সিবিআইয়ের হাতে। এই নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় ওঠে ঝড়।
আটদিন আগে সুশান্তের মৃত্যু ঘিরে এক ১৬ দফার অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা। তাকে কেন্দ্র করেই বিহার পুলিশ নামে তদন্তে।
তবে মুম্বই পুলিশ থেকে মিলছিল না কোনও সহযোগিতা। তাই সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
এতে সম্মতি জানিয়েছিলেন বিহারের রাজ্যপাল ফাগু চৌহানও। এরপরই কেন্দ্র মেনেনিল এই আবেদন। শীর্ষ আদালতকে কেন্দ্র জানালো সুশান্ত সিং রাজপুতের কেসে সিবিআই তদন্তের কথা।
এখন দেখার সর্ব শেষ সিদ্ধান্ত শীর্ষ আদালত থেকে কী আসে, সুশান্তের পরিবারও এই একই দাবি তুলেছিলেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে আশার আলো দেখছে পরিবার।
সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতের আগেই জানালেন বিহার সরকারের আর্জি মেনে নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
বুধবারই মুম্বই পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছেন সুশান্তের বাবা, তিনি একটি ভিডিও প্রকাশ করে জানান, ২৫ ফেব্রুয়ারি মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করা হলেও তারা তা গ্রহণ করেনি।
বর্তমানে সুশান্তের কেস সিবিআইয়ের হাতে তুলে দেওয়াতেই ভরসা রাখছে পরিবার। তাঁদের মতে মুম্বই পুলিশ তথ্য চাপা দেওয়ার চেষ্টা করছে, ফলে আস্থা হারাচ্ছেন তাঁরা।