- Home
- Entertainment
- Bollywood
- 'পদ্মাবত'-এ শাহিদের চরিত্রে থাকার কথা ভিকির, জনপ্রিয়তার অভাবে তাঁকে ছবি থেকে সরিয়ে দেন দীপিকা
'পদ্মাবত'-এ শাহিদের চরিত্রে থাকার কথা ভিকির, জনপ্রিয়তার অভাবে তাঁকে ছবি থেকে সরিয়ে দেন দীপিকা
- FB
- TW
- Linkdin
তিনি চেয়েছিলেন রানা রওয়াল রতন সিংয়ের চরিত্রে নতুন কাউকে নিতে। নিউকামারের জন্য তিনি অডিশনের ব্যবস্থাও করেছিলেন।
তিনি চেয়েছিলেন রানা রওয়াল রতন সিংয়ের চরিত্রে নতুন কাউকে নিতে। নিউকামারের জন্য তিনি অডিশনের ব্যবস্থাও করেছিলেন।
দীপিকার স্বামীর চরিত্রে তাঁকে প্রায় ভেবেই ফেলেছিলেন সঞ্জয়। লুক টেস্টের দিনও ঠিক। বেঁকে বসলেন নায়িকা।
যার জনপ্রিয়তাই নেই, তাঁর সঙ্গে অভিনয় করতে পারবেন না দীপিকা। এই ছিল তাঁর দাবি।
দীপিকা চাইছিলেন জনপ্রিয় কোনও অভিনেতাই রানা রওয়াল রতন সিংয়ের চরিত্রে অভিনয় করুক।
ভিকির আগে এক টেলিভিশন অভিনেতাকেও ভেবেছিলেন সঞ্জয়। যাঁর নাম প্রকাশ্যে আসার আগেই অডিশন থেকে ব্লাতিলের খাতায় ফেলে দেওয়া হয়।
সেই অভিনেতাকে বাতিল করার পরই দীপিকার ট্যানট্রামসের কোপ পড়ে ভিকির উপর। ভিকিকে বাতিলের কথা পরিষ্কার জানিয়ে দেন সঞ্জয়কে।
অগত্যা, তাঁকে বাদ দিতে হয়। দীপিকা ছাড়া ছবিটি সম্ভবই নয়। যদিও পরবর্তীকালে জানা যায়, ভিকির নাকি নিজের চরিত্রটি রণবীর এবং দীপিকার চরিত্রের সময়ের চেয়ে স্বল্প মনে হয়েছে, তাই ছবিটি করতে নাকোচ করেন তিনি।
কাট টু ২০১৯। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভিকিকে দীপিকার সঙ্গে খোস মেজাজে দেখা যাচ্ছে। অনুষ্ঠানের পর ফ্লাইটে মজার ছলে ভিকির সঙ্গে নাচতেও দেখা যাচ্ছে।
ভিকিকে এখন আমন্ত্রণ জানানো হয় কফি উইথ করণে, করণের বাড়ির কোজি পার্টিতে, যেখানে উপস্থিত থাকেন দীপিকাও। এরপরই নেটিজেনের দাবি, দীপিকা একজন আউটসাইডার হয়, আরেকজন আউটসাইডারের সঙ্গে এমন হিপোক্রিট হলেন কীকরে।