- Home
- Entertainment
- Bollywood
- এই আসল ছবি সামনে না আসাই ভালো, রীতিমত দীপিকা লুকিয়ে রাখেন নিজের এই আসল পুরোনো চেহারা
এই আসল ছবি সামনে না আসাই ভালো, রীতিমত দীপিকা লুকিয়ে রাখেন নিজের এই আসল পুরোনো চেহারা
- FB
- TW
- Linkdin
দীপিকা পাড়ুকোনে, বলিউডে পা রাখার আগে ঠিক কেমন দেখতে ছিল অভিনেত্রীকে! ছোট বেলার ছবি একাধিকবার ভাইরাল হয়েছে, কিন্তু এই ছবি!
দেখেছেন কি কখনও, দেখে থাকলেও, হঠাৎ চোখে পড়লে তা চেনা দায়, যে এটা দীপিকা পাড়ুকোন। তখন গ্যালার ওয়াল্ডের জন্য তৈরি হচ্ছেন তিনি।
একের পর এক ফ্যাশন শো- নিজেকে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছেন দীপিকা। তখন ঠিক এমনটাই দেখতে ছিল তাঁকে। এখন বদলেছে সময়, এখন বদলে গিয়েছে তাঁর দাপট।
এখন বলিউডের সুপারস্টার দীপিকা পাড়ুকোন। একটা ছবির জন্য নিচ্ছেন ২০ কোটি টাকা। যা এর আগে কোনও অভিনেত্রী পাননি।
সেই দীপিকারই পুরোনো ছবি সামনে আসলে তিনি ঠিক সামলে উঠতে পারেন না। এমন কী এই ছবিগুলো যাতে গুগুল থেকে সরে যায় সেই চেষ্টাও করেন তাঁরা।
ধীরে ধীরে নিজেকে অপরূপ সুন্দর করে তুলেছেন দীপিকা পাড়ুকোন। তাঁর লুকও সেই সুবাদে পাল্টে গিয়েছে। তবে পুরোনো ছবি আজও হাতে হাতে ভাইরাল
গায়ের রঙ থেকে শুরু করে মুখের আদল, এই ছবি গুলো দেখলে সাফ বোঝা যায়, তিনি সবই এক কথায় বদলে ফেলেছিলেন। বর্তমানে চেনাই দায়।
নিজেকে ধরে রাখার জন্য দীপিকা কড়া ডায়েটে নজর দিয়েছেন। শরীর চর্চাতেও থাকে না কোনও খামতি। আর পুরোনো ছবি সামনে আনা, তা বর্তমানে অতীত।
তবে এই ছবিগুলো এক কথায় যেমনে না এলেই নয়। নিজেই এই দিনগুলো মুছে ফেলে নতুন পথে সফর তৈরি করে চলেছেন তিনি।
রণবীর ঘরণীর এই লুক দেখে অনেকেই অবাক হবেন। যদিও এখন তা অতীত। বর্তমানে দীপিকার রূপে চোখ ঝলসে যায় নেট নাগরিকদের।