বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা ছিলেন নেহা কক্কর, 'Baby Bump'-এর ছবি দেখেই প্রশ্ন তুলল সাইবারবাসী
First Published Dec 18, 2020, 12:34 PM IST
একের পর এক অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সরগরম বলিউড। করিনা কাপুর, অনুষ্কা শর্মার পর এবার মা হতে চলেছেন বলি গায়িকা নেহা কক্কর। খবরটা শুনে হতবাক হলেও নিজেই ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন নেহা। সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে বেবি বাম্পের ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন নেহা। বিয়ের ২ মাস কাটতে না কাটতেই বেবিবাম্পের ছবি দেখেই একাধিক প্রশ্ন করতে শুরু করেছেন নেটিজেনরা। তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন নেহা, একাধিক প্রশ্নের মুখে বলি গায়িকা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন