- Home
- Entertainment
- Bollywood
- অক্ষয়ের বডিগার্ডের মাইনে কোটিতে, এই টাকায় হয়ে যাবে একটি বিলাসবহুল ফ্ল্যাট ও গাড়ি
অক্ষয়ের বডিগার্ডের মাইনে কোটিতে, এই টাকায় হয়ে যাবে একটি বিলাসবহুল ফ্ল্যাট ও গাড়ি
- FB
- TW
- Linkdin
সেলেবদের বডিগার্ড থাকাটা একান্ত জরুরী। নইলে ভক্ত মঙ্গলের উপচেপড়া ভিড়ে নাজেহাল হতে হবে তারকাদের।
তাই বাড়ি থেকে বেরোনো মানেই এক্টিভ হয়ে যায় বডিগার্ডরা। রাস্তার মাঝে কেউ যেন তারকাদের ধারে কাছে ঘেষতে না পারেন।
কড়া সিকিউরিটির মধ্যে তারকাদের নিয়ে পথে বেরিয়ে থাকেন তারা। এই তালিকা থেকে বাদ নয় অক্ষয় কুমার।
তার বডিগার্ড শ্রেয়াস সর্বদা তাকে চোখে চোখে রাখে। কেবল অক্ষয়কে নয় আগলে রাখে তার ছেলে কেও।
তাই বডিগার্ডের ভালো থাকাটাও একান্ত জরুরী এটাই মনে করেন অক্ষয় কুমার। যে মানুষ সুরক্ষা দিয়ে চলেছেন প্রতিমুহূর্তে তার পাশে থাকা টাও প্রয়োজন।
আর সেই জন্যই মাইনের দিক থেকে কোন খামতি রাখতে নারাজ অক্ষয় কুমার। নিজের মাইনের বেশ কিছুটা অংশই তুলে দেন তিনি শ্রেয়াস এর হাতে।
শ্রেয়াসকে অক্ষয় দিয়ে থাকেন এক কোটি কুড়ি লক্ষ টাকা। এই টাকার অংক শোনামাত্রই চমকে উঠে ভক্ত মহল।
এই পরিমাণ অর্থ বডিগার্ড কে বলিউডে আদেও কেউ দেয় কিনা সন্দেহ। কিন্তু সুরক্ষার বিষয়ে কোন রকম ফাক রাখতে চান না অক্ষয়।
তাই শ্রেয়াসের সুবিধা-অসুবিধা ভালো থাকাটাও অক্ষয় মনে করেন তার দায়িত্ব। আর সেই কারণেই এই পরিমাণ টাকা দিয়ে থাকেন তিনি।