রাজেশ খান্নার কথায় বলিউড ছেড়েছিলেন ডিম্পল, বিয়ে ভেঙে কামব্যাক অভিনেত্রীর
- FB
- TW
- Linkdin
ঋষি কাপুরের বিপরীতে ববি ছবিতে অভিনয় করে তাক লাগিয়েছিলেন দর্শকদের। মাত্র ১৬ বছর বয়সেই অভিনয়ের এবং সৌন্দর্যের এমন দাপট। বয়স শুনে বিশ্বাসই করতে পারেননি কেউ।
১৬ বছর বয়সে বিয়ে সেরে অভিনেত্রী পড়লেন বিপাকে। রাজেশ খান্না তাঁকে আর কোনও ছবিতে কাজ করতে দেননি। ববির কারণে তাবড় তাবড় পরিচালক কাজ করতে চেয়েছিলেন ডিম্পলের সঙ্গে।
প্রযোজকরা বিগ বাজেট ছবির প্রস্তাব নিয়ে এসেছিলেন ডিম্পলের কাছে। রাজেশের মতের বিরোধীতা করবেন না বলেই একের পর এক প্রস্তাবে না করে দেন তিনি।
অতিরিক্ত কম বয়সে বিয়ে করেই কি এমনটা ঘটেছিল তাঁর জীবনে। ডিম্পলের শুভাকাঙ্খীরা তাঁকে বিয়ের আগে বোঝাবার চেষ্টা করেছিলেন তিনি যাতে বিয়ের বিষয় চিন্তাভাবনা করেন, তাড়াহুুড়ো করলে সমস্যা হতে পারে।
অনেকের মতে ঋষি কাপুরের সঙ্গে ব্রেক আপ নিয়ে তিনি রীতিমত হতাশ ছিলেন। এবং ওই সময় রাজেশ খান্নার বড় ফ্যান ছিলেন ডিম্পল। রাজেশ খান্নার বিয়ের প্রস্তাবে চট করে রাজি হয়ে যান তিনি।
ঋষিকে ভোলানোর জন্য রাজেশকে বিয়ে করেছিলেন ডিম্পল। এমন নানা কথাই ভেসে এসেছিল সেই সময়। যদিও এসব কোনও গুঞ্জনে পাত্তা দেননি অভিনেত্রী।
সে কথা প্রথমে পাত্তা না দিলেও পরে ডিম্পল বুঝতে পারেন, এই বিয়েটা হয়তো তাঁর জীবনের সবথেকে বড় ভুলগুলির মধ্যে একটি।
রাজেশ খান্না তাঁর অভিনয় জীবনে দখল দিতে থাকেন। বলিউডে অভিনয়ের সমস্ত রাস্তা বন্ধ করে দেন তিনি। তবে সূত্রের খবর অনুযায়ী, ঋষি কাপুররে থেকে দূরে থাকতে ডিম্পল বলিউড ছাড়ার পথই বেছে নিয়েছিলেন।
তবে যত দিন যেতে থাকল রাজেশ খান্নার সঙ্গে আর সংসারে আর মন টিকল না ডিম্পলের। সেপরেশনের সিদ্ধান্ত নেন তিনি।
সেপরেটেড থাকলেও কখনও বিবাহ বিচ্ছেদের কথা ভাবেননি তাঁরা। একে অপরের সঙ্গে নিয়মিত দেখা করতেন।
রাজেশ খান্নার শেষ জীবন অবধি ডিম্পল তাঁর সেবা করে গিয়েছেন। তাঁদের ভক্তদের মধ্যে, বিয়ের পর তাঁদের মধ্যে যতই সমস্যা আসুক না কেন, কোথাও হয়তো প্রেমটা থেকে গিয়েছিল, তাই কখনই বিবাহ বিচ্ছেদের রাস্তায় হাঁটতে পারেননি তাঁরা।