- Home
- Entertainment
- Bollywood
- 'সুড়সুড়ি দেওয়ার জন্য চরম ঘনিষ্ঠতা নয়', খুল্লামখুল্লা দৃশ্য নিয়ে পর্দাফাঁস 'গেহরাইয়া'-র পরিচালক শকুনের
'সুড়সুড়ি দেওয়ার জন্য চরম ঘনিষ্ঠতা নয়', খুল্লামখুল্লা দৃশ্য নিয়ে পর্দাফাঁস 'গেহরাইয়া'-র পরিচালক শকুনের
- FB
- TW
- Linkdin
ছকভাঙা ভিন্ন সম্পর্কের রয়াসন নিয়ে কৌতুহল বাড়েছে অনুরাগীদের মধ্যে। ট্রেলারেও সেই উত্তেজনা জিইয়ে রাখলেন পরিচালক শকুন বাত্রা। মাত্র ২ মিনিট ৪২ সেকেন্ডের এই 'গেহরাইয়া'-র (Gehraiyaan) ট্রেলারেই দীপিকা ও সিদ্ধান্তের চরম রোম্যান্স নজর কেড়েছে নেটিজেনদের ।
বোনের প্রেমিকের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন আলিশা। ত্রিকোণ প্রেমের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, সেই গল্পই তুলে ধরবে শকুন বাত্রার 'গেহরাইয়া' (Gehraiyaan) ছবি। ছবিতে অনন্যা পান্ডের তুতো বোনের চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । এবং অনন্যার প্রেমিকের চরিএে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে। এবং দীপিকার প্রেমিকার ভূমিকায় দেখা যাবে ধৈর্যকে।
একবার তারা চারজন মিলে একসঙ্গে বেড়াতে যান। এবং বেড়াতে গিয়ে সিদ্ধার্থ ও দীপিকা একে অপরের প্রেমে পড়েন। বোনের প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন আলিশা ওরফে দীপিকা (Deepika Padukone)। শুরু থেকেই আলিশার প্রতি জায়েনের টান লক্ষ্য করা গেছে। সমাজ, পরিবারের তোয়াক্কা না করে পরস্পরকে কাছে পাওয়ার জন্য চরম ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা।
মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে ছবি নিয়ে মুখ খুললেন পরিচালক। তার মতে, ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য ছাড়াও আরও অনেক বিষয় নিয়ে কথা বলার রয়েছে, কিন্তু অন্তরঙ্গ দৃশ্য গুলোকেই সবাই বেশি করে গুরুত্ব দিয়ে ফেলছি। 'গেহরাইয়া'-র (Gehraiyaan) ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা করতে আপত্তি পরিচালক শকুন বাত্রার (Shakun Batra)।
শকুন বাত্রার (Shakun Batra) মতে, বর্তমান সময়ের আধুনিক প্রাপ্তসম্পর্কের আয়না হিসেবেই এই ছবিকে ব্যাখা করেছেন শকুন বাত্রা। গত ডিসেম্বর মাসে 'গেহরাইয়া'-র (Gehraiyaan) ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শিরোনামে উঠে এসেছে এই ছবি।
ছবির অন্যতম প্রধান কারণ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং সিদ্ধান্ত চতুর্বেদীর একাধিক ঘনিষ্ঠ দৃশ্য। আলোচনা যখন তুঙ্গে পৌঁছায় তখন জানা যায় এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন একজন ঘনিষ্ঠ দৃশ্য বিশেষজ্ঞ। এই প্রথম কোন পূর্ণদৈর্ঘ্যের ভারতীয় ছবির সঙ্গে তিনি যুক্ত হয়েছেন।
শকুন বাত্রা (Shakun Batra) আরও বলেছেন 'গেহরাইয়া'- (Gehraiyaan) ছবিতে অন্তরঙ্গ দৃশ্যগুলি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাতে কোনও সন্দেহ নেই। তবে ছবির স্বার্থেই রয়েছে সমস্ত সিকোয়েন্স। ছবির গল্পের মতোই ঘনিষ্ঠতার বিষয়টিকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে।
ছবিতে কেন ইউক্রেনিয়ান বংশোদ্ভুত পরিচালক ডর গাই-রে ঘনিষ্ঠ দৃশ্য বিশেষজ্ঞ পরিচালক হিসেবে নিযুক্ত করেছিলেন শকুন, এই প্রশ্নও উঠে আসছে। শকুন বাত্রা (Shakun Batra) এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন।
শকুন বাত্রা (Shakun Batra) খোলামেলা জবাবে জানিয়েছেন, 'গেহরাইয়া'-(Gehraiyaan) ছবির ঘনিষ্ঠ দৃশ্যগুলো যাতে আরও বেশি উষ্ণ ও খোলামেলা হয় তার জন্য নিশ্চয়ই নয়। চেয়েছিলাম ওই দৃশ্যগুলোতে অভিনয় করার সময় যেন সবার সম্ভ্রাম বজায় থাকে, এবং অভিজ্ঞতাটাতেও যেন সম্মানের ছোঁয়া থাকে। কোনও বিতর্কের আঁচ পড়ুক এটা কোনওদিনই চাইনি। তবে দর্শকদের সুড়সুড়ি দেব বলে ছবি একাধিক ঘনিষ্ঠ দৃশ্য করিনি।
বিয়ের পর এতটা সাহসী চরিত্রে নিজেকে কখনও মেলে ধরেনি বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এই প্রথমবার যেন নিজেকে উজাড় করে দিলেন দীপিকা পাড়ুকোন। বোনের হবু বরের শরীরী নেশায় তীব্র আকর্ষণের জন্য একের পর এক ভুল করে গেছেন দীপিকা পাড়ুকোন। অথচ এই প্রেমের মায়াজাল কাটিয়ে বেরোতেই পারছেন না দীপিকা পাড়ুকোন।