- Home
- Entertainment
- Bollywood
- রাজেশের সঙ্গে সঙ্গম, হেমা-ধর্মেন্দ্রর কেচ্ছা ফাঁস করতেই মার, কীভাবে নিজেকে বাঁচিয়েছিলেন বলিউডের অ্যাটম বোমা
রাজেশের সঙ্গে সঙ্গম, হেমা-ধর্মেন্দ্রর কেচ্ছা ফাঁস করতেই মার, কীভাবে নিজেকে বাঁচিয়েছিলেন বলিউডের অ্যাটম বোমা
- FB
- TW
- Linkdin
দেবযানী চৌবল, যার একটি প্রতিবেদন ঘুম উড়িয়েদিত তাবড় তাবড় তারকাদের। সুপারস্টারদের ব্যক্তিগত জীবনের গোপন সত্যকে নিজের কলমে তুলে ধরতেন বলিউডের ঠোঁটকাটা সাংবাদিক ।
বলিউডের প্রথম সাংবাদিক যিনি তারকাদের ব্যক্তিগত জীবনের গোপন সত্যকে তুলে ধরেছিলেন সকলের সামনে। তার কলমেই রাজেশ খান্না হয়ে উঠেছিলেন 'সুপারস্টার'।
হাজারও বাঁধা আসা সত্ত্বেও থামেনি তার কলম। মুম্বইয়ের বিখ্যাত আইনজীবীর মেয়ে দেবযানীর লক্ষ্য ছিল অভিনেত্রী হওয়া কিন্তু হয়ে উঠেছিলেন সাংবাদিক, যা রীতিমতো চিন্তায় ফেলেছিল বলি তারকাদের।
বলিউডের সঙ্গে গভীর যোগাযোগ রাখা দেবযানীর তারকাদের হাঁড়ির খবর সকলের সামনে আনা ছিল একপ্রকার জলভাত। তারকাদের সমালোচনা তার কলমেই প্রথম ধরা পড়ে।
তারকারা যতটা পারতেন এড়িয়ে চলতেন দেবযানীকে কিন্তু তারপরও মিলত না রেহাই। রাজেশের সঙ্গে বন্ধুত্বটাই ছিল আলাদা। এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন যে শারীরিক সঙ্গমের কথা স্বীকার করে নিয়েছিলেন অকপটে।
রাজেশের সমস্ত খবরই থাকত তার কাছে। এই দেবযানীই প্রথম রাজেশের জন্য 'সুপারস্টার' শব্দটি ব্যবহার করেছিলেন। যা আজও চলে আসছে।
ডিম্পলের সঙ্গে বিয়ের খবর রাজেশই প্রথম দিয়েছিলেন দেবযানীকে। শুধু তাই নয়, রাজেশকে সাজিয়েও দিয়েছিলেন দেবযানী।
বিবাহিত হওয়া সত্ত্বেও হেমা মালিনীর সঙ্গে ঘনিষ্ঠতা ফাঁস করে দিয়েছিলেন তিনি। এখানেই থামেননি দেবযানী। হেমার সঙ্গে ধর্মেন্দ্রর গোপন বিয়ের খবরও ফাঁস করেছিলেন এই ক্ষুরধার প্রতিভা সম্পন্ন সাংবাদিক।
হেমা-ধর্মেন্দ্রর কেচ্ছা ফাঁস হতেই রেগে গিয়েছিলেন ধর্মেন্দ্র। এক অনুষ্ঠানে দেবযানীকে দেখে নিজের রাগ আটকাতে না পেরে মারতে গিয়েছিলেন অভিনেতা। শেষমেষ শৌচাগারে ঢুকে গিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিলেন দেবযানী।
তার কলমে বাদ যাননি রাজ কাপুরও। একটি পার্টিতে রাজ কাপুরের নোংরা ব্যবহারও তুলে ধরেছিলেন সকলের সামনে। রাজ নাকি তাকে পোশাকও খুলতে বলেছিলেন। এইভাবেই অদম্য সাহসে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বলিউডের আতঙ্কে পরিণত হয়েছিলেন দেবযানী।
সালটা ১৯৮৫। আচমকাই গুরুতর অসুস্থ হয়ে যান দেবযানী। হুইল চেয়ারই হয় তার সঙ্গী, পরবর্তীকালে পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন বলিউডের অ্যাটম বোমা।
অনেকেই ভেবেছিল এবার হয়তো থেমে যাবে দেবযানীর কলম। কিন্তু অত সহজে হার মানার পাত্রী নন। তখনও লোক রেখে লেখাতেন দেবযানী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হয় দেবযানীর।