- Home
- Entertainment
- Bollywood
- চুম্বন থেকে সঙ্গমের দৃশ্যে সটান না কোয়েলের, টলি কুইনের আপত্তিতেই কি বলিউডে সুযোগ পান কঙ্গনা
চুম্বন থেকে সঙ্গমের দৃশ্যে সটান না কোয়েলের, টলি কুইনের আপত্তিতেই কি বলিউডে সুযোগ পান কঙ্গনা
- FB
- TW
- Linkdin
সালটা ২০০৬। 'গ্য়াংস্টার' ছবি দিয়েই বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন কঙ্গনা।
তবে ছবির জন্য কঙ্গনাকে নয়, বরং টলি কুইন কোয়েল মল্লিককে পছন্দ ছিল পরিচালক অনুরাগ কাশ্যপের। চিত্রনাট্য পছন্দ হলেও শেষমেষ বেঁকে বসেন কোয়েল মল্লিক।
নিজের তৈরি নীতি ভাঙতে প্রথম থেকেই নারাজ ছিলেন কোয়েল। তার উপর আবার মল্লিক পরিবারের মেয়ে। গোড়া থেকেই নিজের জায়গায় কঠোর ছিলেন বলি কুইন।
নিজের তৈরি নীতি ভাঙতে প্রথম থেকেই নারাজ ছিলেন কোয়েল। তার উপর আবার মল্লিক পরিবারের মেয়ে। গোড়া থেকেই নিজের জায়গায় কঠোর ছিলেন বলি কুইন।
আসলে অনুরাগের গ্যাংস্টার ছবিতে ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বন করতে হতো কোয়েলকে। আর চুম্বনের দৃশ্যে প্রবল আপত্তি ছিল কোয়েলের।
আর কোয়েলের একটা না বলাই কি কেরিয়ার গ্রাফ বদলে দিয়েছিল কঙ্গনা রানাউতের। কেরিয়ারের প্রথম ছবিতে খোলামেলা চুম্বনের দৃশ্যে ফাটিয়ে অভিনয় করেছিলেন কঙ্গনা।
কঙ্গনা রানাউত প্রথম ছবিতেই নিজের সাহসীকতাকে যথাযোগ্য ফুটিয়ে তুলেছিলেন,যা সমালোচক মহলেও প্রশংসা কুড়িয়েছিল।
বলিউডে কাজ হাতছাড়া হয়েছে বলে কোনও আফসোসও নেই কোয়েলের। এমনকী অনুরাগের সঙ্গে কোয়েলের সম্পর্কও আগের মতোন রয়েছে।
আজ থেকে প্রায় এক দশক আগে পরিচালকের টক শো 'কে হবে বিগেস্ট ফ্যান'-এ যোগ দিয়েছিলেন কোয়েল। সেখানে বলিউড ছবি গ্যাংস্টারে অভিনয়ে না-এর কারণ জানান কোয়েল।
বর্তমানে বি-টাউনের প্রথম সারির অভিনেত্রী কঙ্গনা। এবং অনুরাগের এই ছবি দিয়ে বলি সফর শুরু করেছিলেন কঙ্গনা। এবং তাতে তিনি বাজিমাতও করেছিলেন। তবে এখনও পর্যন্ত বলিউডে আর কোনও ছবিতে দেখা যায়নি টলি কুইন কোয়েল মল্লিককে।