- Home
- Entertainment
- Bollywood
- নিশানায় শাহরুখ খান, এক দশক আগেও বলিউডের বাদশাকে সমস্যায় ফেলেছিলেন সমীর ওয়াংখেড়ে
নিশানায় শাহরুখ খান, এক দশক আগেও বলিউডের বাদশাকে সমস্যায় ফেলেছিলেন সমীর ওয়াংখেড়ে
- FB
- TW
- Linkdin
মাদককান্ডে এনসিবি-হাতে ধরা পড়েছে বলিউডের বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজে রেভ পার্টিতেই মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন আরিয়ান নিজেই।
মাদককান্ডে এনসিবি-হাতে ধরা পড়েছে বলিউডের বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজে রেভ পার্টিতেই মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন আরিয়ান নিজেই।
জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে এই অপারেশন চালায় এনসিবি। আর তাতেই বর্তমানে আর্থার জেলে দিন কাটছে শাহরুখ পুত্রের। তবে আরিয়ান একা নন, অতীতে এই সমীরের জন্যই সমস্যায় পড়েছিলেন শাহরুখ নিজেই।
ঘটনাটা প্রায় এক দশক আগের কথা। বিদেশে সপরিবারে ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন শাহরুখ খান কিন্তু বিমানবন্দরে পা রাখতেই ঘটল বিপত্তি। কিং খানকে আটকে দেয় শুল্ক বিভাগের আধিকারিকরা।
সমীর ওয়াংখেড়ে তখন এনসিবি কর্তা নন, তিনি ছিলেন শুল্ক বিভাগের ডেপুটি কালেক্টর। বিমানবন্দরে দীর্ঘ সময় আটক করা হয় শাহরুখকে। তারপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ।
সূত্র থেকে জানা যায়, বিদেশ থেকে অতিরিক্ত কেনাকাটা করে ফেলেছিলেন শাহরুখ ও তার পরিবার। প্রায় ২০ টি ব্যাগ এনেছিলেন তারা। যার ফলেই এয়ারপোর্টে অভিনেতাকে আটকে দেয় শুল্ক আধিকারিকরা।
তবে বলিউডের এত বড় অভিনেতা হওয়া সত্ত্বেও পার পাননি শাহরুখ খান। বরং দেড় লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল বলিউডের বাদশাকে।
গোটা দেশের নজর এখন শাহরুখ পুত্র আরিয়ানের মাদক মামলাকে ঘিরে। মাদককান্ডে শাহরুখ পুত্র আরিয়ানের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর হয়েছে। জামিনের আবেদন খারিজ হয়েছে বেশ কয়েকবার।
এনসিবি জানায়, শাহরুখ পুত্রের কাছ থেকে তল্লাশিতে কোনও মাদক মেলেনি। তবে ঘনিষ্ঠ বন্ধু আরবাজের মার্চেন্টওয়ালার কাছে ৬ গ্রাম চরস মিলেছে। এনসিবি-র পক্ষ থেকে দফায় দফায় জেরা করা হচ্ছে আরিয়ান, আরবাজ ও মুনমুনকে।
বর্তমানে বিলাসবহুল বাড়ি-গাড়ি ছেড়ে এনসিবি হাজতে রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটছে আরিয়ানের। আর পাঁচজনের মতো জুটছে মেসের তৈরি সাধারণ খাবার, বরাদ্দ নেই বিশেষ আয়োজনের।