জোর করে চেপে ধরে ঠোঁটঠাসা চুম্বন, যৌন নিগ্রহের দিনের কথা আজও ভোলেননি রেখা
- FB
- TW
- Linkdin
বয়স মাত্র ১৫ বছর। অভিনয়ে আসার পরই যৌন লালসার শিকার হয়েছিলেন অভিনেত্রী রেখা।
শ্যুটিং চলাকালীন প্রবীন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে যৌন লালসার শিকার হয়েছিলেন রেখা।
'আনজানা সফর'-এর শ্যুটিং চলাকালীন জোর করে রেখাকে চুম্বন করেছিলেন এই বাঙালি নায়ক।
মুম্বইয়ের মেহেবুব স্টুডিওতে চলছিল ছবির শ্যুটিং। আর সেই সময় এই ঘটনা শিকার হয়েছিলেন অভিনেত্রী।
গভীর চুম্বনের কথা আজও ভুলতে পারেননি অভিনেত্রী। জড়িয়ে ধরে অভিনেত্রীকে গভীর চুম্বন করেছিলেন অভিনেতা।
সত্তর থেকে নব্বই-অসংখ্য নায়কের বিপরীতে অভিনয় করে একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রেখা। অক্ষয় কুমারও রয়েছেন সেই তালিকায়।
তিনি বরাবরই সাহসী, গতে বাধা সমীকরণ থেকে তিনি বরাবরই বেরিয়ে এসেছেন। তাকে নিয়ে রয়েছে হাজারো বির্তক, সমালোচনা চলে আসছে যুগ যুগ ধরে।
পুরুষকে আকৃষ্ট করতে রেখার জুড়ি মেলা ভার। বলি আইকনের ক্যারিশ্মার জাদুতেই মুগ্ধ আট থেকে অষ্টাদশী।
মোহময়ী এই নায়িকার রিল লাইফের প্রেমিকাস্বত্ত্বা ছিল রিয়েল লাইফেও। এই প্রজন্মের নায়িকাদেরও এখন টক্কর দিতে প্রস্তুত রেখা। আজও অমলিন তার ম্যাজিক।
একটি প্রতিবেদন থেকে জানা যায় ১ জন নয় ১১ জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রেখা।