- Home
- Entertainment
- Bollywood
- অনস্ক্রিনে নগ্ন হয়ে সঙ্গমে রাজি হলেও এই ভয়েই চুম্বনে সটান না, কেন এমনটা করেছিলেন করিনা
অনস্ক্রিনে নগ্ন হয়ে সঙ্গমে রাজি হলেও এই ভয়েই চুম্বনে সটান না, কেন এমনটা করেছিলেন করিনা
| Published : Aug 12 2021, 08:52 AM IST / Updated: Aug 12 2021, 09:01 AM IST
অনস্ক্রিনে নগ্ন হয়ে সঙ্গমে রাজি হলেও এই ভয়েই চুম্বনে সটান না, কেন এমনটা করেছিলেন করিনা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
111
আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছে বলিউডের স্টাইল আইকন করিনা কাপুরের নাম। নবাব বধূ করিনা কাপুর খান সবসময়েই লাইমলাইটের শিরোনামে থাকেন। ৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন।
211
Kareena Kapoor
311
। কেরিয়ারের মধ্যগগনে মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছেন প্রেগন্যান্সি কখনওই সাফল্যের পথে বাঁধা নয়। করিনার লেখা বই প্রেগন্যান্সি বাইবেল-এ নিজের প্রেগন্যান্সি পিরিয়ডের অজানা গোপন রহস্য তুলে ধরেছেন।
411
অজয় দেবগণ ও করিনা কাপুর বেশ কয়েকটি ছবিতেই একসঙ্গে কাজ করেছেন। প্রতিটি ছবিতেই তাদের জুটি দর্শকদের মন কেড়েছে। ওমকারা, সত্যাগ্রহ, গোলমাল সবেতেই নিজেদের বেস্টটাই দিয়েছেন এই জুটি। সম্প্রতি তাদের একটি ছবি নিয়েই জোর আলোচনা শুরু হয়েছে।
511
২০১৩ সালে সত্যাগ্রহ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অজয় দেবগণ ও করিনা কাপুর। ছবিতে একটি লিপ-লকের দৃশ্যও ছিল। কিন্তু করিনা অজয়কে চুমু খেতে রাজি হননি।
611
কিন্তু কী কারণে করিনা অজয়কে চুমু খেতে রাজি হননি, দীর্ঘ এত বছর পরে তা প্রকাশ্যে এসেছে। ম্যাগাজিন সূত্রে জানা গেছে, ২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেছিলেন করিনা। সেই সময়েই এই ছবি শুটিং চলছিল। করিনা চাননি, বিয়ের সময়ে তিনি কোনও নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন। এই ভয়ের কারণেই তিনি লিপ-লকের দৃশ্যে নাকচ করেছিলেন।
711
শুধুমাত্র সইফ আলি খানের কারণেই তিনি অজয়কে চুমু না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিয়ের আগেও অনেক লিপলকের দৃশ্যে অভিনয় করলেও বিয়ের পরও তিনি তা করতে চাননি।
811
এমনকী যব উই মেট ছবিতেও বেশ আলোচনায় উঠে এসেছিলেন করিনা। শাহিদের সঙ্গে করিনার চুম্বনের দৃশ্য ছিল। এছাড়াও কম্বকত ইশক ছবিতে অক্ষয়ের সঙ্গে চুম্বন করেছিলেন করিনা।
911
Kareena Kapoor
1011
একটি সাক্ষাৎকারে করিনা আরও বলেছিলেন, শট চলাকালীনও সিগারেটের ধোঁয়াতে অনেক সমস্যা হয়েছে। এমনকী এক ঘরে থাকা দায় হচ্ছিল। সকলে যখন খাবার খাচ্ছে তখনই সিগারেট খেতে শুরু করেছেন অজয়। এতেও অনেক সমস্যা হয়েছে।
1111
শেষবারের মতোন করিনাকে 'আংরেজি মিডিয়াম' এবং 'গুড নিউজ'-এ দেখা গিয়েছিল। এই মুহূর্তে বেশ কয়েকটি সিনেমা রয়েছে তার ঝুলিতে। 'লাল সিং চাড্ডা', 'তখত'-এ দেখা যাবে বলিউডের বেবোকে।