- Home
- Entertainment
- Bollywood
- ঐশ্বর্যর সঙ্গে সঙ্গমের ঘনিষ্ঠতা কি এখনও ভুলতে পারছেন না সলমন, জানেন কেন 'ব্যাচেলর' ভাইজান
ঐশ্বর্যর সঙ্গে সঙ্গমের ঘনিষ্ঠতা কি এখনও ভুলতে পারছেন না সলমন, জানেন কেন 'ব্যাচেলর' ভাইজান
- FB
- TW
- Linkdin
সলমনও থেমে থাকেনি। একের পর এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের লীলায় মেতে উঠেছিলেন বলিউডের এই লাভার বয়।
ঐশ্বর্য থেকে ক্যাটরিনা, সংগীতা বিজলানি, সোমি আলি, ইউলিয়া, জ্যাকলিন কেউই বাদ যায়নি ভাইজানের তালিকা থেকে। তবে আজও তিনি কেন সিঙ্গেল।
সলমনকে নিয়ে অনুরাগীদের প্রশ্নের শেষ নেই। তবে ভাইজানের সবথেকে চর্চিত বিষয় হল কবে তিনি বিয়ে করছেন। আর কেনই বা তিনি এতদিন একা রয়েছেন।
একবার একটি সাক্ষাৎকারে সলমন জানিয়েছিল, সে রেখার জন্য পাগল ছিল এবং তাকে বিয়েও করতে চেয়েছিল। এবং তিনি জানিয়েছিলেন রেখার জন্যই তিনি কাউকে বিয়ে করেননি।
রেখাও ছাড়ার পাত্রী নন, মকে পে চৌঁকা মেরে রেখা জবাবে বলেছিলেন, 'শায়াদ মেরিবি ইসিলিয়ে না হুঁই'
নেটিজেনরা বলেন, ঐশ্বর্যর সঙ্গে ঘনিষ্ঠতা নাকি এখনও ভুলতে পারেননি সল্লু, তার ব্যাচেলর থাকার পিছনে দায়ী ঐশ্বর্য।
পুরোনো এক সাক্ষাৎকারে সলমন আরও বলেছিলেন তিনি সংগীতা বিজলানিকে বিয়ে করতে চেয়েছিলেন। সূত্র থেকে তাদের বিয়ের ডেটও প্রকাশ্যে এসেছিস। কিন্তু পরে তা ভেঙে যায়।
সলমন নিজেও সংগীতার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন। এমনকী বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল।
তবে পরে জানা গেছিল অন্য সম্পর্কে হাতেনাতে সলমনকে ধরে ফেলেছিল সংগীতা।
অনেকেই তার ব্যাচেলর থাকার পিছনে ঐশ্বর্যকে দায়ী মনে করেন। কিন্তু এটাই আসল কারণ নয়, বরং বলিউডের এই ডিভার জন্য তিনি আজও সিঙ্গেল