- Home
- Entertainment
- Bollywood
- ভক্তের হাতে শাহরুখের ট্যাটু শীঘ্রই খারাপ হয়ে যাবে, কেন এমন উক্তি করলেন কিং খান
ভক্তের হাতে শাহরুখের ট্যাটু শীঘ্রই খারাপ হয়ে যাবে, কেন এমন উক্তি করলেন কিং খান
- FB
- TW
- Linkdin
শাহরুখ খানের ভক্তসংখ্যা গোটা বিশ্ব জুড়ে সংখ্যায় গুনে শেষ করা যাবে না তা কারও অজানা নেই।
তবে সম্প্রতি নেট দুনিয়ার মধ্যে দিয়ে আবারও সকলের নজরে উঠে এলো এক ভক্তের ভালোবাসার ছবি।
শাহরুখ ইউনিভার্স দিল্লির মেম্বার যতীন। বরাবরই তিনি শাহরুখকে ভগবানের চোখেই দেখে এসেছে।
তার কথায়, শাহরুখের সঙ্গে তার সম্পর্ক টাই আলাদা। আর তাই সেই ভগবানকে স্থান দিলেন এবার নিজের শরীরে।
কিং খানের একটি ট্যাটু হাতে বানিয়ে সেই ছবি শেয়ার করলেন যতীন। যা মুহূর্তে নেটদুনিয়ায় হয়ে উঠল ভাইরাল।
যতীনের এই ভালোবাসা শাহরুখের কাছে পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগেনি। তবে ট্যাটু দেখে কি বললেন কিং খান।
কেন কয়েকদিনের মধ্যেই ভক্তের হাতে থাকা ট্যাটু খারাপ হয়ে যাবে, মজার ছলে নজর কাড়লেন শাহরুখ।
হাতে ট্যাটু থাকায় তিনি দাড়ি কাটতে পারবেন না, কারণ এই ট্যাটুতে শাহরুখ রয়েছেন শুধুই বুক পর্যন্ত ছবি। নেই হাত।
নেই হাত দাড়ি কাটারও প্রশ্ন নেই। আর এতেই বিপত্তি। কদিন পরেই ট্যাটুর মুখে দাড়ি গজিয়ে গেলে তখন কি হবে।
সুন্দর ট্যাটুটি তখন দেখতে বাজে লাগবে, কিং খানের এই মজার রিপ্লাই মুহূর্তে সকলের নজর কাড়ে।