ছিপছিপে শরীরে বলিউডে ঝড় তুলছেন যে বলি ডিভারা, রইল তাদের একগুচ্ছ ছবি
বলিউডে পুরোনো থেকে নবাগত টক্কর চলছে সমানে সমানে। অভিনয় থেকে শুরু করে শরীরচর্চা প্রত্যেকেই নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছেন। কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। নিজেদের ফিটনেসের ছবি থেকে ভিডিও পোস্ট করে প্রত্যেকেই লাইমলাইটে রয়েছেন। শরীর নিয়ে সবাই সচেতন। নিজেকে ফিট রাখতে শুধু জিমই নয়, যোগাভ্যাসেও ভরসা রাখছেন অনেকেই। ফিটনেস ফ্রিক অভিনেত্রী মালাইকা থেকে সারা আলি খান, জাহ্নবীর জিম সেশনের কিছু ছবি রইল আপনাদের জন্য।
118

নিজের শরীরচর্চা নিয়ে খুবই সর্তক মালাইকা আরোরা খান। শরীরচর্চা থেকে কখনওই নিজেকে সরিয়ে রাখেন না তিনি।
218
৪৫ পেরিয়েও নিজের ফিটনেস ধরে রাখার জন্য ঘন্টার পর ঘন্টা জিমে কাটান অভিনেত্রী।
318
ফিটনেস ফ্রিক অভিনেত্রী হিসেবে বলিউডে বেশ নামডাকও রয়েছে তার। নিজের ফিটনেসের জন্য সকলের কাছে খুবই জনপ্রিয় মালাইকা। জিমে যাওয়ার সময় সবসময়েই তার হাতে নিয়ন সবুজ রঙের ড্রিঙ্কের বোতল দেখা যায় এবং কালো জিম স্যুটে ধরা দিয়েছেন অভিনেত্রী।
418
মালাইকা আরোরা প্রায়শই নিজের সোশ্যালে ওয়ার্কআউটের ভিডিও শেয়ার করেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয় নেটদুনিয়ায়।
518
বছর ৪৬-এর অভিনেত্রী নিজের ফিটনেস নিয়ে এতটাই সচেতন, যে কোনও নিউকামারদেরও টক্কর দিতে পারেন তিনি।
618
নিজেকে ফিট রাখতে শুধু জিমই নয়, যোগাভ্যাসেও ভরসা রাখছেন মালাইকা।
718
ছিপছিপে গড়নের জন্য তার বলিমহলে সকলেই তার ফিগার ও ফিটনেসের প্রশংসা করেন।
818
জিমে ঢোকা বা বেরোনোর সময় মাঝে মধ্যেই পাপারাৎজির ক্যামেরা নিজেকে ধরা দেন অভিনেত্রী। যত দিন যাচ্ছে তত তার ফলোয়ার সংখ্যা বাড়ছে।
918
অর্জুনকে নিয়ে প্রেমের গুঞ্জনে মাতোয়ারা গোটা বলিউড। দিব্যি খোশমেজাজে আছেন দুজনে। কিছুদিন আগে বর্ষবরণ উৎযাপনে চুমু খেয়ে শুভেচ্ছাবার্তা জানিয়ে ভাইরাল হয়েছিলেন অভিনেত্রী।
1018
নতুন বছরে নিজেকে আরও বেশি ফিট রাখতে জিমের পথে দেখা মিলল সইফ কন্যা সারা আলি খানের।
1118
শরীরচর্চাতেও সারাও বেশ সচেতন। একটা সময়ে সারা বেশ মোটা ছিলেন। কিন্তু বর্তমানে নিজেকে ফিট রাখার জন্য বাড়তি মেদ জমিয়ে তিনি একদম স্লিম এন্ড ট্রিম হয়ে উঠেছেন।
1218
তিনি যে ফিটনেস নিয়ে সচেতন তা আর বলার অপেক্ষা রাখে না। পুরোনো ছবি আর এখনকার সারার মধ্যে কোনও মিলই নেই। মাঝেমধ্যেই জিম সেশনের একাধিক ছবি শেয়ারও করেন অভিনেত্রী।
1318
জিম করে মেদ ঝড়িয়ে একের পর এক ছবি শেয়ার করে তিনি এখন নেটদুনিয়ার হট সেনসেশন। পরপর বেশ কয়েকটি ছবিতেও নজর কেড়েছেন তিনি।
1418
প্রায়শই জিমের বাইরে দেখা যায় সারাকে। আপাতত বেশ কয়েকটি ছবিও রয়েছে তার ঝুলিতে।
1518
শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরও রয়েছেন সেই তালিকায়। নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন জাহ্নবী। ইদানিংকালে অনেক বেশি জিমের মধ্যে সময় কাটাতে দেখা যাচ্ছে তাকে।
1618
কালো হট প্যান্ট, এবং সাদা স্লিভলেসে টপে ছিপছিপে শরীরে ধরা দিয়েছেন জাহ্নবী।
1718
গত বছরেই বলিউডে অভিষেক হয়েছিল 'ধড়ক' সিনেমার মধ্য দিয়ে। তারপর থেকেই নিজের জায়গা ধরে রাখতে এবং নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে তিনি ফিটনেস নিয়ে আরও বেশি সচেতন হয়েছেন।
1818
একের পর এক জিম স্যুটে নজর কেড়েছেন জাহ্নবী।প্রতিটি পোশাকেই তিনি বেশ সাবলীল।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।
Latest Videos