- Home
- Entertainment
- Bollywood
- Aryan Khan Drugs Case: মাদক কেনার টাকা কোথা থেকে পেতে, আরিয়ানকে নয়া প্রশ্নে বিঁধল এনসিবি
Aryan Khan Drugs Case: মাদক কেনার টাকা কোথা থেকে পেতে, আরিয়ানকে নয়া প্রশ্নে বিঁধল এনসিবি
- FB
- TW
- Linkdin
একের পর এক প্রশ্নবানে জর্জরিত শাহরুখ পুত্র আরিয়ান খান। একের পর এক দিন চলে যাচ্ছে, মিলছে না জামিন। কোন পথে তদন্ত, সম্প্রতি শাহরুখ খান দেখা করতে গিয়েছিলেন আরিয়ানের সঙ্গে।
মাত্র ১৫ মিনিটের কাঁচের ভেতর থেকে সাক্ষাৎ। সেখানেই ইতি। এরপর একে একে দিন পেরিয়ে গেলেও কোথাও যেন মিলছে না জামিনের দিন।
আগামী ২৬ অক্টোবর রাখা হয়েছে পরবর্তী জামিনের ডেট। কিন্তু কোথাও গিয়ে যেন ক্রমেই জটিল হয়ে উঠছে এই কেস। এতদিন প্রশ্ন ছিল কেবল কোথা থেকে মাদক পেতেন আরিয়ান, কারা কারা ছিলেন যুক্ত।
এবার প্রশ্ন উঠল যে মাদক কেনার টাকা কোথা থেকে পেতেন তিনি। এনসিবির তরফ থেকে এবার এই প্রশ্নই করা হল আরিয়ানকে।
যার কোনও স্পষ্ট উত্তর তিনি এখনও দিয়ে উঠতে পারেননি। যার ফলে নয়া বিপদের সম্ভাবনা, আগামী সুনাানীর দিনও বেল পাওয়ার সম্ভাবনা বেশ খানিকটা কম বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
এই কেসে নাম জড়িয়েছে অনন্যারও। এর পাশাপাশি আরও কারা আছে এই কেসে জড়িয়ে, সেই দিকেও কড়া নজর রেখে চলেছে এনসিবি।
অন্যদিকে শাহরুখ পরিবারে শোকের ছায়া। দীর্ঘদিন ঘরে ফিরছে না ছেলে। নিজে গিয়ে আর্থার জেলে দেখাও করে এসেছেন তিনি।
বাবা চলে যাওয়ার পরই ভিসিটিং রুমে কান্নায় ভেঙে পড়েন আরিয়ান খান। শাহরুখ স্থির করেছেন আরিয়ান ছাড়া পেলে তাঁকে ঘরবন্দি করেই রাখবেন।