- Home
- Entertainment
- Bollywood
- বিগ স্ক্রিন নয় আবার ওটিটি, পোস্ট প্রোডাকশনের আগেই বিপুল অঙ্কের বিক্রি হল গাঙ্গুবাঈ কাথিওয়াদি
বিগ স্ক্রিন নয় আবার ওটিটি, পোস্ট প্রোডাকশনের আগেই বিপুল অঙ্কের বিক্রি হল গাঙ্গুবাঈ কাথিওয়াদি
- FB
- TW
- Linkdin
গঙ্গুবাই কথিয়াওয়াদি ছবির প্রথম লুক প্রকাশ্যে আসে ২০১৯ সালে। সঞ্জয় লীলা বনসালির সঙ্গে এটাই আলিয়ার প্রথম ছবি।
কথা ছিল অন্য একটি প্লট নিয়ে কাজ করার। যেখানে আলিয়ার বিপরীতে দেখা যেত সালমান খানকে।
কিন্তু ছবির সিক্যুয়েল সালমানের পছন্দ না হওয়ায় মাঝপথেই সেট থেকে বিদায় নিয়েছিলেন ভাইজান।
এদিকে আলিয়ার সব ডেট ছিল বুক। ফলে প্রশ্ন উঠে আলিয়ার এই দেশ গুলিকে নিয়ে কিভাবে কাজে লাগানো যায়।
সেই মর্মে কাজ শুরু হয় গাঙ্গুবাঈ কাঁথিওয়াদির। ছবি শুরু হওয়ার পর প্রকাশ্যে আসে আলিয়ার লূক। যা মুহূর্তে প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে।
এই চরিত্রের জন্য টেস্ট এরপরই সিলেক্ট করা হয়েছিল আলিয়া ভাটকে। বলিউডের এখন তিনি হট কুইন।
যার ফলে আলিয়া ছবি তৈরি হবার পূর্বেই তড়িঘড়ি বিক্রি হয়ে গেল মোটা অংকে।
এক অনলাইন সংস্থা 70 কোটি টাকা দিয়ে কিনে নিল এই সিনেমার অনলাইন সত্ব। জিটিভি এখনো শেষ হয়নি ছবি।
এখনো দু দুটি গানই শুটিং বাকি। বাকি রয়েছে সম্পুর্ন পোস্ট প্রোডাকশনের কাজ। তার আগেই অনলাইনে মুক্তি ফাইনাল এই ছবির।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।