- Home
- Entertainment
- Bollywood
- ছোট বয়সেই 'ভার্জিনিটি লস', একাধিক নারীসঙ্গে চুটিয়ে সঙ্গম উপভোগ, ফাঁস রণবীরের 'Secret'
ছোট বয়সেই 'ভার্জিনিটি লস', একাধিক নারীসঙ্গে চুটিয়ে সঙ্গম উপভোগ, ফাঁস রণবীরের 'Secret'
৩৬-এ পা বলিউডের খিলজি রণবীর সিংয়ের। বলিউডের হ্যান্ডসাম হাঙ্ককে নিয়ে সর্বদাই সরগরম পেজ থ্রি-র পাতা। ছোট বয়সেই ভার্জিনিটি লস এবং একাধিক নারীসঙ্গে সঙ্গম উপভোগ করা অভিনেতা বলিউডের মস্তানির সঙ্গে চুটিয়ে সংসার করছেন। কিছু করেই হোক কিংবা না করেই লাইমলাইটে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। লকডাউনের মধ্যে একের পর এক ছবি, ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে এই লাভবার্ডস। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বেডরুম সিক্রেট থেকে, রণবীরের গোপনীয়তা ফাঁস করেছেন দীপিকা।

৩৫ পেরিয়ে ৩৬-এ পা দিলেন বলিউডের খিলজি রণবীর সিং। শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
বলিউডের অন্যতম পাওয়ার হাউস রণবীর সিং সর্বদাই নেটিজেনদের নজরে থাকেন। সম্প্রতি আবারও তিনি ভাইরাল হয়েছেন।
বলিউডের অন্যতম পাওয়ার হাউস রণবীর সিং সর্বদাই নেটিজেনদের নজরে থাকেন। সম্প্রতি আবারও তিনি ভাইরাল হয়েছেন।
একবার একটি ইভেন্টে দীপিকা রণবীরের সম্বন্ধে বেশ কিছু ব্যক্তিগত তথ্য শেয়ার করেছিলেন, যা নিয়ে ফের উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।
গত বছরেই দীপিকা এবং রণবীর ফেমিনা বিউটি অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছিল । এবং বর্ষসেরা দম্পতির খেতাবও জিতেছিল।
সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই দীপিকাকে রণবীরের সম্বন্ধে কিছু বলতে বলা হয়েছিল। আর তখনই দীপিকা রণবীরের বেডরুম সিক্রেট শেয়ার করেছিলেন।
রণবীরের সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে দীপিকা জানিয়েছিলেন, তিনি বাথরুমে সবথেকে বেশি সময় নেন। ,
এছাড়াও দীপিকা জানিয়েছিলেন, নিজে রেডি হতে অনেকটা সময় ব্যয় করেন। এবং বিছানায় যাওয়ার জন্য আরও বেশি সময় নেন রণবীর।
দীপিকার মুখ থেকে এই কথাটি শোনার পরই অ্যাঙ্কার বিছানার দীর্ঘ সময় নিয়ে দীপিকার সঙ্গে মজা করতে শুরু করেন। যা শুনে সকলেই হাসিতে গড়িয়ে পড়েছিলেন।
যদিও দীপিকা সাফ জানিয়ে দিয়েছিলেন, 'আমি বিছানায় উঠতে আরও বেশি সময় নেন অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগে অনেকক্ষণ সময়ের কথাই বলেছি'।
কবীর খান পরিচালিত ৮৩-তে দীপিকা ও রণবীরকে একসঙ্গে দেখা যাবে। ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।