জানেন কত কোটি টাকার মালিক রজনীকান্ত, দেখুন থালাইভার বিলাসবহুল বাংলোর ছবি
- FB
- TW
- Linkdin
রজনীকান্তের সম্পত্তির পরিমাণ মোটের ওপর ৩৬০ কোটি টাকা। ছবি পিছু বর্তমানে তিনি নিয়ে থাকেন ৫৫ কোটি।
তাঁর সঞ্চয়ের পরিমাণ হল ১১০ কোটি টাকা। চেন্নাই ও পুনেতে তাঁর আলিসান বাংলো রয়েছে। চেন্নাইয়ের এই বাংলোর দাম ৩৫ কোটি টাকা।
অডি থেকে জাগুয়ার, মোটের ওপর ৬৫ কোটি টাকার গাড়ি রয়েছে থালাইবার কাছে। তাঁর স্ত্রীর নামে একটি স্কুলও রয়েছে।
চেন্নাইতে রজনীকান্তের একটি ম্যারেজহলও রয়েছে। যা ভাড়াতে দিয়ে থাকেন তিনি। সোখান থেকেও বছরে ভালোই উপার্জন হয় থালাইভার।
বিভিন্ন বিজ্ঞাপনের এন্ডোসমেন্টের জন্য একটা বিপুল অঙ্কের টাকা পেয়ে থাকেন রজনীকান্ত। তাঁর চরিত্রগুলো এতটাই হিট যে সেখান থেকেই ছবির অর্ধেক টাকা উঠে আসে।
২০১৮ তে ফোবস-এর তালিকাতে নাম এসেছিল রজনীকান্তের। সেই বছর বার্ষিক উপার্জন হয়েছিল তাঁর ৫০ কোটি টাকা।
রজনীকান্তের সোশ্যাল মিডিয়ার পাতায় ফলোয়ারের সংখ্যা এতটাই বেশি যে সেখান থেকেও বিভিন্ন বিজ্ঞাপন পোস্টের মাধ্যমে থালাইভার অ্যাকাউন্টে মোটা টাকা ঢোকে।