- Home
- Entertainment
- Bollywood
- সন্তানদের জন্য হাউ হাউ করে কান্না, 'Divorce'-পর কীভাবে ট্রমায় চলে গেছিলেন সইফ, জানলে অবাক হবেন
সন্তানদের জন্য হাউ হাউ করে কান্না, 'Divorce'-পর কীভাবে ট্রমায় চলে গেছিলেন সইফ, জানলে অবাক হবেন
- FB
- TW
- Linkdin
বয়স মাত্র ২০। প্রেম থেকে বিবাহের সম্পর্কে এত ছোট বয়সে বোধহয় সইফই প্রথম পা দিয়েছিলেন। তারপর ২সন্তানের বাবা হয়েও সেই পুরোনা সম্পর্ক টেকাতে পারেননি নবাব পুত্র। অচিরেই কঠোর সিদ্ধান্ত নিয়ে দাড়ি টেনেছিলেন সইফ।
সইফ-অমৃতার বিবাহবিচ্ছেদের খবর নিয়ে ফের সরগরম সোশ্যাল মিডিয়া। বিবাহবিচ্ছেদের পরবর্তী কালে ট্রমায় চলে গেছিলেন সইফ।
১৩ বছর একসঙ্গে থাকার পরও বিবাহবিচ্ছেদ হয়েছে সইফ-অমৃতার। দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম খানের জন্য একসময় কাঁদতেন সইফ।
বিবাহবিচ্ছেদের পর খোরপোশ বাবদ ৫ কোটি টাকা দিয়েছিল অমৃতাকে। এমনকী সইফ পুত্র ইব্রাহিমের ১৪ বছর বয়স অবধি প্রতি মাসে ১ লক্ষ টাকা করে দিতেন সইফ আলি খান।
বিবাহবিচ্ছেদের পর ছেলের সঙ্গেও দেখা করতে পারেননি সইফ আলি খান, যা তাকে মানসিক ভাবে বিদ্ধ করেছিল। ছেলের ছবি দেখেই তখন কাঁদতেন সইফ আলি খান।
বিবাহবিচ্ছেদের সেই সময়েই রীতিমতো ট্রমায় চলে গেছিলেন সইফ। যতবারই ছেলেদের দেখত ততবারই কান্নাকাটি করত সইফ।
কেন ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না, এই অভিযোগ করেও কোনও সুরাহা পাননি অভিনেতা। তবে কি ট্রমা কাটাতেই ছোট্ট করিনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন সইফ। নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য।