- Home
- Entertainment
- Bollywood
- বোল্ড লুকে ঝড়, চাহিদা বাড়ছে দিশার উষ্ণতার, অনলাইন সার্ভেতে উঠে এলো নয়া তথ্য
বোল্ড লুকে ঝড়, চাহিদা বাড়ছে দিশার উষ্ণতার, অনলাইন সার্ভেতে উঠে এলো নয়া তথ্য
- FB
- TW
- Linkdin
২০১৯ সালে শুরু থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন দিশা পাটানি। তাঁর একের পর এক পোস্ট হয়ে উঠেছিল ভাইরাল।
নেট দুনিয়ায় হট লুকে দিশা অন্তবাসে পোজ দিয়ে একাধিকবার বিতর্কেও জড়িয়েছিলেন। তাতে থোরাই কেয়ার। দিশার বোল্ড লুকে ভরতে থাকে সোশ্যাল পাতা।
মুহূর্তে সেই ছবি নেট দুনিয়ায় হয়ে ওঠে ভাইরাল। ভক্তদের হাতে হাতে ফিরতে থাকে দিশার পোজ। এখানেই শেষ নয়। বাঘি ২ অভিনেত্রী ভারত ছবিতেও ছক্কা হাকায়।
তখন খবরের শিরোনামে দিশা ও টাইগারের সম্পর্ক। কিন্তু কিছু দিনের মধ্যেই বদলে যায় চেনা সমীকরণ। সম্পর্কে ঘটে বিচ্ছেদ।
ফলে সিঙ্গল দিশা পাটানি। হু হু করে বাড়তে থাকে অভিনেত্রীর চাহিদা ভক্তমহলে। বাঘি থ্রি আইটেমসং-ও এক কথায় হিট।
তবে এতো গেল জল্পনা বা অনুমাণ। এবার প্রকাশ্যে এলো এক রিপোর্ট। সম্প্রতি এক অনলাইন সংস্থার দাবি, তারা সার্ভে করে বের করেছেন দিশারই ছিল ২০১৯ সালের সব থেকে বেশি চাহিদা।
সার্চ থেকে শুরু করে ছবি ভিডিও ভাইরাল হওয়া, ভিডিওতে লাইক, প্রোফাইলে নজর থেকে শুরু করে তাঁর হট টিপস, সবই মুহূর্তে ভক্তদের নজর কাড়ে।
বিকিনি লুকে সব তারকাদের ছাপিয়ে গিয়ে হট পোজ দিশার। সাহসী ফোটোশ্যুটেও ধরা দিয়েছেন একাধিকবার। সেই অভিনেত্রীকেই ভারতে ভক্তরা রাখলেন এগিয়ে।
আলিয়া, শ্রদ্ধা, সারা নন, সেরার তকমা ভক্তমহলে পেলেন দিশাই।