- Home
- Entertainment
- Bollywood
- Happy Birthday Aishwarya- হানিমুনের পথে বিপত্তি, ঐশ্বর্য নয়, প্রকাশ্যে বচ্চনবধূ ডাক
Happy Birthday Aishwarya- হানিমুনের পথে বিপত্তি, ঐশ্বর্য নয়, প্রকাশ্যে বচ্চনবধূ ডাক
- FB
- TW
- Linkdin
ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) মানেই এক কথায় বলতে গেলে এক সুপারস্টার যিনি বলিউড (Bollywood) থেকে হলিউড, সর্বত্র নিজের নামেই পরিচিত।
সেরা সুন্দরী (Aishwarya Rai Bachchan) উপাধী পাওয়া থেকে শুরু করে অভিনয়ের দাপটে বলিউডে (Bollywood) রাজ করা, কিছুই বাদ পড়ে না তার তালিকা থেকে।
সেই সেলেবের জীবনেই আসে রোম্যান্সের (Romance) ঝড়। একের পর এক তারকা মন দিয়েছে এই হট ডিভাকে (Aishwarya Rai Bachchan)।
তবে নিজের জীবনে কাকে সব থেকে বেশি ভরসা করা যায়, তা বেছে নিয়েছিলেন নিজেই। তিনি হলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)।
অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পরিচয়তেই শুরুতে যার পরিচয় ছিল চাপা। তবে ঐশ্বর্যের (Aishwarya Rai Bachchan) ক্ষেত্রে এমনটা কখনও হয়নি।
অন্য কারুর পরিচয় পরিচিতি পেতে হয়নি তাঁকে (Aishwarya Rai Bachchan)। কিন্তু বিয়ের পর এ কী শুনতে হল রাই সুন্দরীকে (Aishwarya Rai Bachchan)।
প্রকাশ্যেই তাঁকে ডাকা হল মিসেস বচ্চন (Aishwarya Rai Bachchan) হবলে। তিনি তখন যাচ্ছিলেন হানিমুনে অভিষেকের (Abhishek Bachchan) সঙ্গে।
সম্বধোন শুনে প্রথমে থমকে যান ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan), তবে কি বচ্চনের (Bachchan) পরিচয়েই বাঁচতে হবে এবার। কিন্তু মুহূর্তে পাল্টায় মুড।
অভিষেকের (Abhishek Bachchan) দিকে তাকিয়ে তিনি হেঁসে ফেলেন। বুঝতে পারেন তাঁর বিয়ে (Marriage) হয়ে গিয়েছে। সেই ডাকই যেন তাঁর ঘুম ভাঙিয়েছিল।
আর তিনি (Aishwarya Rai) সিঙ্গল নন, এখন তিনি বিবাহিত। তাঁর সঙ্গে জড়িয়েছে অন্য একজনের নাম। তিনি গর্ব বোধ করেন।