- Home
- Entertainment
- Bollywood
- সলমনের সঙ্গে কীভাবে কাজের সুযোগ পেয়েছিলেন রবিনা, ২৯ বছর পর মুখ খুললেন অভিনেত্রী
সলমনের সঙ্গে কীভাবে কাজের সুযোগ পেয়েছিলেন রবিনা, ২৯ বছর পর মুখ খুললেন অভিনেত্রী
- FB
- TW
- Linkdin
মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডন। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরই প্রহ্লাদ কক্করের সঙ্গে ইন্টার্নশিপ শুরু করেন রবিনা।
তখন অনেকেই রবিনাকে বলেছিল যে তিনি কেন খোলামেলা অভিনয়ে আসেন না? তিনি প্রথম ফ্রি-স্ট্যাডিং মডেল ছিলেন। যখনও কোনও মডেল আসতে না পারত তখনই তাকেই সেই পোশাক পরতে হতো। সত্যি বলতে ইন্টার্নশিপের দিনগুলিতে নিজেকে অনেক বেশি উপভোগ করেছি জানিয়েছেন রবিনা।
সলমনের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ কীভাবে হল তা নিয়েও এবার মুখ খুলেছেন রবিনা। তিনি জানিয়েছেন, বান্দ্রায় তখন শুটিং করছিলাম। হঠাৎ আমার বন্ধু বান্টির ফোন এল, ও সলমনের বন্ধু ছিল। বান্টি আমাকে জিজ্ঞাসা করল, তুমি যদি কাছাকাছি থাকো তাহলে এসে দেখা করো। এরপর আমি যখন বান্টির সঙ্গে দেখা করতে এলাম, দেখলাম আমার সলমন দাড়িয়ে আছে।
সলমন তখন তার নতুন ছবি 'পাথর কে ফুল' -এর জন্য নতুন মুখের সন্ধান করছিলেন। এর পরেই বান্টি সলমনকে বলেছিলেন, যে তিনি আমাকে তার পরের ছবির জন্য নিতে পারবেন।
রবিনাও সলমনের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল। রবিনার বন্ধুরাও তখন ভীষণ খুশি হয়েছিল। আর এভাবেই বলিউডে অভিষেক হয়েছিল রবিনার।
একটানা ২৯ বছর ধরে বলিউডে কাজ করেছেন রবিনা। সলমনের হাত ধরেই বলিউডে অভিষেক রবিনার। আজও অক্ষত দুজনের বন্ধুত্ব। সলমন ও রবিনা অনেক ছবিতেই একসঙ্গে কাজ করেছেন।
সলমন খানের প্রযোজনার রিয়্যালিটি শো 'নাচ বলিয়ে ৯' -এ বিচারকের আসনে দেখা গেছে রবিনাকে ট্যান্ডনকে।
রবিনা একটি সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন, একটা সময় পরিচালক হিসেবে স্ট্যাম্পড ছবিটি বানিয়েছিলাম। ছবিতে একটি আইটেম সং ছিল। টাকা কম থাকার কারণে কোনও প্রথমসারির নায়ককে বেশি টাকা দিতে পারিনি।
তখন ইন্ডাস্ট্রিতে অনেককেই সেই নাচের জন্য বলা হয়েছিল। সকলেই নানা অজুহাত দিয়েছিল। অবশেষে সলমনের কাছে পৌঁছে গেলাম। তিনি কিছু জিজ্ঞাসা না করেই নাচের জন্য হ্যাঁ করে দিয়েছিলেন। কোথায় কখন শুটিং হবে সেটা শুধু জিজ্ঞাসা করেছিলেন।
টাকা নিয়ে কথা বলার সময় সলমন বলেছিলেন এই বিষয়টি নিয়ে একদমই চিন্তা করা উচিত নয়। এবং সত্যিই সলমন সময়মতো পৌঁছেছিলেন এবং মাত্র দুই দিনের মধ্যেই শুটিং শেষ করেছিলেন।