- Home
- Entertainment
- Bollywood
- মাত্র ১২ বছর বয়সেই জীবনে আসে প্রেম, ৩০,০০০ মেয়ের প্রেমের প্রস্তাবে চরম রোম্যান্স হৃত্বিকের লাইফে
মাত্র ১২ বছর বয়সেই জীবনে আসে প্রেম, ৩০,০০০ মেয়ের প্রেমের প্রস্তাবে চরম রোম্যান্স হৃত্বিকের লাইফে
- FB
- TW
- Linkdin
হৃত্বিক রোশন, কহো না পেয়ার হ্যায় ছবি দিয়ে শুরু সফর। প্রথম ছবি মুক্তি পাওয়ার পরই প্রথম ভ্যালেন্টাইডে। আজও ভোলেনি হৃত্বিক রোশন।
প্রথম ছবি যাকে বলে সুপার হিট। কেউ মন দিয়ে বসলো রোহিতকে, কেউ আবার মন দিল রাজকে। তবে হৃত্বিক রোশান জীবনে সব থেকে বেশি প্রেমের প্রস্বাব পেয়েছিলেন সেই বছরই।
তবে প্রেম নয়, সরাসরি করতে হবে বিয়ে। ৩০ হাজার মেয়ের থেকে হৃত্বিক রোশান পেয়েছিলেন বিয়ের প্রস্তাব।
সুজন খানের সঙ্গে তাঁর প্রেমের কথা সকলেরই জানা। তবে প্রথম সুজানের সঙ্গে হৃত্বিকের আলার ছোট বয়সেই। তখনই মন দেওয়া নেওয়ার পালা শুরু।
হৃত্বিকের বয়স তখন মাত্র ১২। প্রথম সিগনাল দেখেছিলেন তিনি সুজান খানকে। দেখতেই ভালোলাগা। যা পরবর্তীতে বিয়েতে পরিণত হয়।
যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি। বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে হৃত্বিক জানিয়েছিলেন যে তিনি সহজেই মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন।
এরপরই আসে কঙ্গনা রানাওয়াত পর্ব। তাঁর সঙ্গে হৃত্বিকের নাম জড়িয়ে শুরু জল্পনা। যদিও সেই সম্পর্কও শেষ হয় তিক্ততাতেই।
বর্তমানে আবারও হৃত্বিক সুজন মুখী। তাঁর সঙ্গেই রয়েছেন ফ্ল্যাটে। লিভইনের সম্পর্কেই আপাতত বিশ্বাস রাখছেন এই দুই তারকা।