- Home
- Entertainment
- Bollywood
- প্রীতির থেকে কম টাকায় মিশন কাশ্মীর, শাহরুখের ডেট না মেলায় প্রস্তাব পান হৃত্বিক
প্রীতির থেকে কম টাকায় মিশন কাশ্মীর, শাহরুখের ডেট না মেলায় প্রস্তাব পান হৃত্বিক
- FB
- TW
- Linkdin
রাকেশ রোশানের ছেলে, হৃত্বিক রোশানের পরিচয় তখন একটাই। এর ওপর নির্ভর করেই মিশন কাশ্মীর ছবির প্রস্তাব আসে।
হৃত্বিক তখন কাহনা পেয়ার হ্যায় ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। কাজের মাঝেই প্রস্তাব পেয়েছিলেন ছবি। যদিও পরিচালক ছিলেন নিরুপায়।
কারণ এই ছবির প্রস্তাব নিয়ে তিনি প্রথম গিয়েছিলেন শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের কাছে। কিন্তু তা ফিরিয়ে দেন তাঁরা।
শাহরুখ ও অমিতাভ বচ্চন তখন ব্যস্ত ছিলেন মহবতে ছবির শ্যুট নিয়ে। সেই কারণেই হৃত্বিক ও সঞ্জয় দত্তকে বেছে নিয়েছিলেন পরিচালক।
হৃত্বিকের প্রথম ছবি যদি ফ্লপ করে তখন এই ছবিও মুখ থুবরে পড়বে। পরিচালকের রাতের ঘুম উড়ে গিয়েছিল।
যদিও পরে তিনি মাত্র ১১ লাখ টাকাতে এই ছবি হৃত্বিকে দিয়ে সই করিয়ে নিয়েছিলেন। যখন প্রীতিকে দেওয়া হয়েছিল ১৫ লক্ষ টাকা।
হৃত্বিক প্রথমে এই টাকাতেই রাজি হয়ে যান। এরপরই সামনে আসে কহনা পেয়ার হ্যায় ছবির বিশাল সাফল্য।
যা মুহূর্তে নজর কেড়েছিলেন গোটা দুনিয়ার। বলিউড পেয়েছিল নতুন সুপারস্টারকে। এরপর প্রভাবেই মিশন কাশ্মীর বক্স অফিসে খারাপের মাঝেও ভালোই অর্থ কামায়।