- Home
- Entertainment
- Bollywood
- 'ঝুলন্ত অবস্থায় আমাকে পাওয়া গেলে জানবেন আমি আত্মহত্যা করিনি', বিস্ফোরক দাবি কঙ্গনার
'ঝুলন্ত অবস্থায় আমাকে পাওয়া গেলে জানবেন আমি আত্মহত্যা করিনি', বিস্ফোরক দাবি কঙ্গনার
- FB
- TW
- Linkdin
বিশ্ব সহ সোশ্যাল মিডিয়া। তার মৃত্যুর পর একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। ফের আওয়াজ তুললেন কঙ্গনা।
কঙ্গনা দাবি করেছেন, আমাকেও যদি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, জানবেন যে আমি আত্মহত্যা করিনি। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই জোর জল্পনা শুরু হয়েছে বি-টাউনে।
কঙ্গনার এই টুইট দেখার পরই জোর শোরগোল শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, করণ জোহরের প্রিয় বন্ধু এবং পৃথিবীর সেরা মুখ্যমন্ত্রীর সেরা ছেলে যাকে কিনা ভালবেসে সবাই বেবি পেঙ্গুইন বলে।
সুশান্তের মৃত্যুর পর থেকেই একের পর এক টুইট করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কঙ্গনা রানাউত। তাকে বলিউডে আয়রন লেডি বলা হয়।
সুশান্তের হত্যা মামলায় সলমন খান থেকে করণ জোহর, মহেশ ভাট, সঞ্জয় লীলা বনশালি সকলকেই তিনি একহাত নিয়েছেন।
বলিউডে কাজ করতে গিয়ে কীভাবে তাকে হোঁচট খেতে হয়েছিল তা জানিয়েছিলেন কঙ্গনা। তিনি আরও বলেছিলেন, সুশান্তের সঙ্গে যেই ব্যবহার করা হতো আমিও সেইরকমই ভুক্তভোগী। আমাকেও একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।
সূত্র থেকে জানা গেছে, সুশান্তের মৃত্যুর তদন্তে এবার মুম্বই পুলিশের জেরার মুখে পড়তে চলেছে কঙ্গনা রানাউত।ইতিমধ্যেই অভিনেত্রীর বান্দ্রার ফ্ল্যাটে নোটিশ পাঠানো হয়েছে।
বর্তমানে অভিনেত্রী মুম্বইতে নেই, পরিবারের সঙ্গে মানালিতে রয়েছেন, তিনি মুম্বই ফিরে এলেই তাকে বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদ করা হবে।
ঠিক কোন কারণে সুশান্ত মানসিক অবসাদে ভুগছিলেন, এবং কেনই বা তিনি এই সিদ্ধান্ত নিলেন, সেই নিয়েই একাধিক প্রশ্ন করা হবে কঙ্গনাকে।
জোরকদমেই চলছে সুশান্তের হত্যার তদন্ত। পরিবার থেকে বন্ধু-বান্ধব, বলিউডের হেভিওয়েট কেউই বাদ যাননি সেই তালিকা থেকে। দফায় দফায় জেরা করছে মুম্বই পুলিশ।