- Home
- Entertainment
- Bollywood
- শুরু অথিতিদের আনাগোনা, বরুণের বিয়ের আসরের অন্দরমহল সাজল কেমন লুক, ফাঁস ছবি
শুরু অথিতিদের আনাগোনা, বরুণের বিয়ের আসরের অন্দরমহল সাজল কেমন লুক, ফাঁস ছবি
- FB
- TW
- Linkdin
বরুণ ধাওয়ানের বিয়ের আসর মানেই যে এক ভিন্ন স্বাদের আমেজ নজরে আসবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
২০২০ সালেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল এই জুটির। কিন্তু করোনার কোপে তা বাতিল হয়ে যায়।
বছর ঘুরতেই আর দেরি করেনি নাতাশা-বরুণ। হাইস্কুলের প্রেমিকা এবার হতে চলেছেন বরুণ ধাওয়ানের ঘরণী।
আলিবাগ সেই সুবাদেই সেজে উঠেছে নয়া নয়া লুকে। অন্দরমহলের বেশ কিছু ছবি এবার এলো প্রকাশ্যে।
সেলেবদের বিয়ে মানেই সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইদানিং সেলেবরা ব্যক্তিগত জীবন খুব একটা প্রকাশ্যে আনতে চাইছেন না।
কেউ লুকিয়ে রাখছেন তাঁদের সদ্যজাত সন্তানের ছবি, কেউ আবার লুকিয়ে রাখতে চান তাঁদের বিয়ের আসরের একান্ত ব্যক্তিগত মুহূর্ত।
তাই সহজে অন্দর মহলের ছবি ধরা পড়ে না ফ্রেমে। কিন্তু বরুণের বিয়ের আসর থেকে ফাঁস বেশ কয়েকটি ছবি।
কীভাবে সেজে উঠেছে বসার ঘর, বা মেহেন্দির জায়গা, বা কীভাবে সেজে উঠেছে বরুণ নাতাশার বিয়ের চেয়ার, তা নজরে এলো।
বাংলা-নির্বাচন-স্টোরি-ক্রিয়েটিভস