MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • নারীর অধিকার সর্বত্র, আন্তর্জাতিক নারী দিবসে দেখে নিন পর্দায় ঝড় তোলা নারী চরিত্রদের

নারীর অধিকার সর্বত্র, আন্তর্জাতিক নারী দিবসে দেখে নিন পর্দায় ঝড় তোলা নারী চরিত্রদের

মহিলাদের জন্য বিশেষ একটি দিন হল নারী দিবস। তবে এই নারী দিবস একদিনের জন্য নয়, প্রতিটা দিনই নারী দিবস। একথা বহুবার প্রমাণ করে দিয়েছেন সাহসী নারীরা। ৮ মার্চ সারা  বিশ্ব জুড়ে  আন্তর্জাতিক নারী দিবস (International Womens Day) দিনটি মহা সমারোহে পালন করা হয়। সারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় এই দিনটি ধুমধাম করে পালন করা হয়। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা, ভালবাসা প্রকাশ করে এই দিনটিকে পালন করা হয়। মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সাফল্য অর্জনের উৎসব হিসেবই পালন করা হয় এই দিন। বলিউড অভিনেত্রীরাও একথা বারেবারে প্রমাণ করে দিয়েছেন সিনেমার মধ্যে দিয়েই। তবে  ভারতীয় চলচ্চিত্র শিল্প যে পুরুষ আধিপত্য তা কিন্তু ভুললে হবে না। কারণ পুরুষদের ক্ষমতার কথা মাথায় রেখেই বেশিরভাগ চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। তবে  হিন্দি সিনেমার সমীকরণ গত কয়েক বছরে পাল্টে গেছে। সাম্প্রতিক দশকে নারীদের উপর ভিত্তি করে নির্মিত কিছু চলচ্চিত্র রয়েছে, যা দর্শকদের মন জয় করেছে। বলিউডের একাধিক নারী কেন্দ্রিক ( Bollywood Women Centric Movie) চরিত্রের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন, অর্ধেক বলে  কিছু হয় না, নারীর অধিকার সর্বত্র। আন্তর্জাতিক নারী দিবসে দেখে নিন পর্দায় ঝড় তোলা বিশেষ নারীদের, যা আজও দর্শকদের মনে দাগ কেটে রয়েছে।

2 Min read
Author : Riya Das
Published : Mar 08 2022, 12:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

পরিচালক শেখর কাপুরের ছবি 'ব্যান্ডিট কুইন' ফুলন দেবীর বাস্তব জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। ফুলন নামের একটি সাধারণ মেয়ে, দীর্ঘদিন ধরে নানা নৃশংসতার শিকার হতে হতে প্রতিশোধ নিতে একদিন সেডাকাত হয়ে যায়। ব্যান্ডিট কুইন ছবিতে এই চরিত্রে ফাটিয়ে অভিনয় করেছেন সীমা বিশ্বাসকে (Sima Biswas)।  যিনি চরিত্রের মধ্যে পুরোপুরি ডুবে ছিলেন।

28

২০১৮ সালের সুপারহিট ছবিগুলির মধ্যে একটি ছিল সঞ্জয় লীলা বনশালির 'পদ্মাবত'।  ছবিতে  দীপিকা পাড়ুকোন (Deepika Paducone) , রণবীর সিং ও শহিদ কাপুর অভিনয় করেছেন। ছবিটি চিতোরের রানি পদ্মাবতীর জীবনের উপর নির্মিত। দীপিকা পাড়ুকোন দুর্দান্ত অভিনয় সকলের মন ছুঁয়ে গেছিল। এছাড়াও দীপিকার আরও একটি সিনেমা যেখানে তার কাজ অত্যন্ত প্রশংসিত হয়েছিল। বাবা-মেয়ের সম্পর্কের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছিল 'পিকু' সিনেমাটি।  অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন ও ইরফান খানের এই সিনেমা নারী দিবসের দিন দেখে নিতে পারেন।

38

বলিউডের ঠোঁটচাটা অভিনেত্র স্বরা ভাস্করের (Swara Bhaskar) 'নীল বাত্তে সান্নাতা' ছবিটিও নারীকেন্দ্রিক চরিত্রকে প্রাধান্য দিয়েছে। । ২০১৬ সালে  অশ্বিনী আইয়ার তিওয়ারির এই ছবিটি সকল দর্শকদের মন জয় করেছিল। এক সিঙ্গেল মা ও তার মেয়েকে কেন্দ্র করেই এই ছবির মূল গল্প। ছবিতে দেখানো হয়েছে, মেয়ে অঙ্কের ভয়ে সর্বদা পালিয়ে বেড়ায়। মেয়েকে অনুপ্রাণিত করতে মা নিজেই স্কুলে ভর্তি হন। এই ছবিটিও দর্শকদের প্রশংসিত কুড়িয়েছিল।
 

48

মধুর ভান্ডারকর পরিচালিত 'ফ্যাশন' (Fashion) ছবিটিও নারীকেন্দ্রিক ছবির মধ্যে অন্যতম। আধুনিক যুগে মেয়েদের স্বপ্ন এবং তা পূরণের সংগ্রামকে অত্যন্ত সত্যতার সঙ্গে দেখিয়েছে এই ছবি । 'ফ্যাশন' ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), কঙ্গনা রানাউত (Kangana Ranaut) । 

58

বলিউডের কন্ট্রোভার্সি  কুইন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) বলিউডের সেই অভিনেত্রীদের মধ্যে একজন যারা বড় তারকাকে নিয়ে ছবি করতে চান না। তিনি তার প্রতিটি সিনেমার উপর আধিপত্য বিস্তার করেন। তারা পুরুষ শাসিত সমাজ থেকে আলাদাভাবে কাজ করে। 'কুইন' থেকে 'মণিকর্ণিকা' পর্যন্ত প্রতিটি ছবিতেই নায়ককে ছাপিয়ে যেতে দেখা গেছে কঙ্গনা রানাউতকে।

68


বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের  (Alia Bhatt) ছবি 'রাজি'  ছবিটি অন্যতম একটি নারীকেন্দ্রিক ছবি। কীভাবে একজন সাধারণ মেয়ে ভারত মাতার গুপ্তচর হিসেবে পাকিস্তানে যায় এবং সেখানে সংগ্রাম করে। এই সিনেমায় আলিয়ার অভিনয়ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। थी।

78

মীনাক্ষী শেষাদ্রির (Meenakshi Seshadri)  নাম কে না জানে। একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। মীনাক্ষী  'দামিনী' ছবির কথা কেউই ভুলতে পারবে না। ধর্ষিতার বিচার পেতে  তার পরিবারের সঙ্গে লড়াইয়ের কাহিনি সকল দর্শক মনে দাগ কেটে রয়েছে।

88


'পার্চড' ছবির সেই বিতর্কিত দৃশ্য নিয়ে কম জলঘোলা হয়নি  সোশ্যাল মি়ডিয়ায়। যেখানে রাধিকাকে পুরো নগ্ন অবস্থায় আদিল হুসেনের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখা গেছে। তবে পার্চড ছবিটি সমাজের চোখ খুলে দিতে পারে। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে মহিলাদের অবস্থা কী, এই ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
কী কারণে হঠাৎই ঘুমের মধ্যে মারা গেলেন প্রশান্ত তামাং? কারণ জানিয়েছেন স্ত্রী মার্থা অ্য়ালে
Recommended image2
জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে
Recommended image3
শাহিদ কাপুরের হাতে হাতকড়া, মুহূর্তে ভাইরাল হল 'ও রোমিও' ছবির টিজার
Recommended image4
সলমন থেকে রশ্মিকা, বাগদানের আগেই বিয়ে ভেঙেছিল এই ৫ তারকার
Recommended image5
মা হওয়ার পরে মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়েছেন পরিনীতি! কী হয়েছে অভিনেত্রীর?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved