ঐশ্বর্যর কী দেখে মুগ্ধ হয়েছিলেন অমিতাভ, কারণ খোলসা করলেন শাশুড়ি জয়া
- FB
- TW
- Linkdin
বলি অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের একটি পুরোনো ভিডিও ব্যাপক ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে শাশুড়ি জয়া ঐশ্বর্যকে নিয়ে অনেক প্রশংসা করেছেন। যা মুহূর্তের মধ্যে নজর কেড়েছ নেটিজেনদের।
ঐশ্বর্যর সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক যে বেশ ভাল তা তাদের ছবিতেই স্পষ্ট। ঐশ্বর্য যেমন পুত্রবধু হিসেবে ভাল তেমনি মা হিসেবেও। শ্বশুর অমিতাভ ও শাশুড়ি জয়াকে শ্রদ্ধাও করেন এবং খুবই ভালবাসেন ঐশ্বর্য।
ভিডিওটিতে জয়া জানিয়েছেন, অমিতাভ প্রথম ঐশ্বর্যকে দেখে কী ভেবেছিলেন। অমিতাভের সেই প্রতিক্রিয়াই গোটা ভিডিওতে জানিয়েছেন জয়া।
অমিতাভ বচ্চন প্রথম ঐশ্বর্যকে দেখে অনুভব করেছিলেন যে তাদের মেয়ে শ্বেতা আবার ঘরে ফিরে আসছে। শ্বেতা যা ফাঁক রেখে গেছে তা আবারও পূরণ করেছিল রাই সুন্দরী।
সাক্ষাৎকার চলাকালীন জয়াকে প্রশ্ন করা হয়েছিল , আপনার মতে ঐশ্বর্য কি বচ্চন পরিবারের জন্য সঠিক পছন্দ? তার উত্তরে জয়া জানিয়েছিলেন, হ্যাঁ অবশ্যই। আমি মনে করি ঐশ্বর্য খুব ভাল মনের মানুষ।
জয়া আরও জানিয়েছিলেন, কীভাবে তাদের মেয়ে শ্বেতার জায়গা অল্প কয়েকদিনের মধ্যেই পূরণ করেছিল ঐশ্বর্য। ওকে পেয়ে অমিতাভও খুব খুশি।
ঐশ্বর্য বাড়িতে আসার সঙ্গে সঙ্গে অমিতাভের চোখ ছলছল করে উঠেছিল যেন শ্বেতা বাড়ি এসেছে। শ্বেতার কারণে বচ্চন পরিবারে যে শূণ্যতা তৈরি হয়েছিল তা পূরণ করেছিল ঐশ্বর্য।
বেশ কয়েকবছ আগে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে জয়া বলেছিলেন আমি একজন সুন্দর ও উজ্জ্বল মেয়ে শাশুড়ি হতে চলেছি। যে মেয়েটিকে নিয়ে সকলেই গর্বিত। তার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল তার হাসি। তোমাকে অনেক ভালবাসি ঐশ্বর্য।
যদিও অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য করা নিয়ে বচ্চন পরিবারে ঝামেলার সৃষ্টি হয়েছিল বলে শোনা গেছে, তবে বর্তমানে তারা আবারও আগের মতোনই হাসিখুশি রয়েছেন।