- Home
- Entertainment
- Bollywood
- ব্যস্ততা তুঙ্গে, হাতে নেই সময়, গাড়িতেই জামা পাল্টে ফেললেন জাহ্নবী, ভাইরাল ছবি
ব্যস্ততা তুঙ্গে, হাতে নেই সময়, গাড়িতেই জামা পাল্টে ফেললেন জাহ্নবী, ভাইরাল ছবি
- FB
- TW
- Linkdin
টানা এক দর্শকদের সেভাবে ফেরানো যায়নি প্রেক্ষাগৃহে। তবে বছর ঘোরার সঙ্গে সঙ্গে আবারও ছন্দে ফেরার পালা।
তড়িঘড়ি ছবির শ্যুটিং শেষ করেছিলেন জাহ্নবী কাপুর। তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি গুঞ্জণ সাক্সেনা।
সেই ছবি ওটিটি প্লার্টফর্মেই মুক্তি পেয়েছিল। তবে এবার পালা বড় পর্দার। মুক্তি পেতে চলেছে রুহি।
যার ফলে এখন বেজায় ব্যস্ত রয়েছেন জাহ্নবী কাপুর। একের পর এক প্রোমশনের কাজে তাঁকে ছুঁটতে হচ্ছে।
ফলে হাতে সময় বরই কম। ইতিমধ্যেই ছবির ট্রেলার সকলকে চমকে দিয়েছে। এই ছবিতে এক অনবদ্য লুকে ধরা দিলেন তিনি।
বিপরীতে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে। ছবি পলকে স্ত্রীর কথা মনে করিয়ে দিলেও জ্যাঁর এক থাকায় তা যে মজার হতে চলেছে তা উড়িয়ে দেওয়া যাবে না।
তাই এই ছবি যে সিনেমাহলে মানুষকে ফেরাতে পারে, সেই বিশ্বাসই রাখছে এখন প্রযোজক টিম।
সম্প্রতি সেই ছবির প্রচারেই পা বাড়িয়েছেন জাহ্নবী। যার ফলে একের পর এক অনুষ্ঠানে হাজির থাকতে হচ্ছে থাকে।
সম্প্রতি তেমনই এক অনুষ্ঠান থেকে ফেরার পথে ছিল বিমান। তাই জাহ্নবী গাড়িতেই পাল্টে ফেললেন পোশাক।
সেই ব্যস্ততার ছবি নিজেই তুলে ধরেছেন জাহ্নবী। এরপর তাকে সাধারণ হালকা পোশাকে দেখা যায় বিমানে বসে।
মুহূর্তে এই ছবি ভাইরাল হয়ে যায় নেট মহলে। এখন দেখার এই ছবি বক্স অফিসে কতটা জায়গা করতে পারে।