নাভী পর্যন্ত খোলা পোশাক, কেবল নেটে ঢাকা বক্ষযুগল, প্রকাশ্যে চুমুর প্রস্তাব পেয়ে এ কী করলেন জাহ্নবী
First Published Mar 22, 2021, 12:56 PM IST
জাহ্নবী কাপুর, বলিউডে ডেবিউ করার পরই সকলের নজর কেড়েছেন শ্রীকন্যা। তবে দিনে দিনে তাঁর রূপ থেকে স্টাইল, ক্রমেই যেন ভোল বদল করছে। এমনই পরিস্থিতিতে ঝড়ের বেগে ভাইরাল হয়ে উঠেছেন জাহ্নবী তাঁর নয়া গানের হট লুক নিয়ে।

দিনে দিনে রূপ যেন আরও বেড়ে চলেছে জাহ্নবী কাপুরের। স্টার কিডের তকমা ছেরে এবার নিজেই ভাইরাল শ্রী কন্যা।

ধড়ক ছবি দিয়ে বলিউড সফর শুরু। সেই লুকেই ছিলেন তিনি সাবলীল। কয়েকদিন যেতে না যেতেই অন্যরূপ ধারণ।

তিনি যে সব আউট ফিটেই হিট তা দিনে দিনে প্রমাণ করে চলেছেন জাহ্নবী। বলিউডে কড়া টক্কর দিতে নিজেকে তৈরি করে নিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা এখন স্পষ্ট। কখনও উন্মুক্ত ক্লিভেজ, কখনও আবার হট ভাইরাল লুক।

চোখের চাউনি থেকে শুরু করে ফিগারের সপাট ভাঁজে আগুন ঝড়ানো কাকে বলে, তা দেখিয়ে দিচ্ছেন তিনি।

সদ্য মুক্তি পেয়েছে রুহি ছবির নদিয়া পার গানটি। তাতেই নেচে তিনি রীতিমত নোরাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন।

সাহসী পোশাকে যে কতটা সাবলীল তিনি, তা প্রমাণ করতেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন তিনি

যেখানে কেবলই নেট দিয়ে ঢাকা শরীরের সামনের অংশ। নাভী পর্যন্ত স্পষ্ট ধরা পড়ল ফ্রেমে।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড ফলো করে জাহ্নবী জানান, তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেবেন ভক্তদের।

এতেই গলে গিয়ে এক ভক্ত তাঁকে দিয়ে বসলেন চুমুর প্রস্তাব। এতে বিন্দু মাত্র রেগে যাননি জাহ্নবী কাপুর।

বরং মুখে তুলে নিলেন একটি মাস্ক। তার উত্তরেই তিনি জানালেন, এই মাস্ক পরে সাফ না। ইঙ্গিতে উঠে এলো করোনা ভাইরাসের সতর্কতাও।

যা প্রশংসিত হয় নেট দুনিয়ায়। জাহ্নবীর এই আদাতেই এখন বুঁদ নেট মহল। ঝড়ের বেগে ভাইরাল তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা।