- Home
- Entertainment
- Bollywood
- বিকিনির দুপাশ দিয়ে বেরিয়ে সুডৌল 'স্তনযুগল', অনাবৃত উরুতে জাহ্নবী যেন 'মৎসকন্যা'
বিকিনির দুপাশ দিয়ে বেরিয়ে সুডৌল 'স্তনযুগল', অনাবৃত উরুতে জাহ্নবী যেন 'মৎসকন্যা'
- FB
- TW
- Linkdin
পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। । অতিরিক্ত শরীরী প্রদর্শনে প্রথমসারির তারকাদেরও টেক্কা দিচ্ছন শ্রী-কন্যা।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে যেন দ্বীপকন্যা হয়ে উঠেছেন জাহ্নবী। নীল জলরাশিতে গা ভিজিয়ে লাস্যময়ী অবতারে জাহ্নবীর আদায় মুগ্ধ নেটিজেনরা।
বুকচেরা সিলভার বিকিনির পাশ দিয়ে বেরিয়ে রয়েছে স্তনযুগলের একাংশ। অনাবৃত উরুতে রীতিমতো ঝড় তুললেন নায়িকা।
কখন সূর্যাস্তের সময় সমুদ্রে পোজ দিয়ে আবার কখন সমুদ্রের পাড়ে মৎসকন্যার পোজে ভাইরাল শ্রী কন্যা।
এবার ট্রাভেল ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে দেখা গেল জাহ্নবীকে। অনাবৃত উরু দেখিয়ে সিলভার বিকিনিতে ঝড় তুলেছেন শ্রী-কন্যা।
মালদ্বীপের নীল জলেই ঠিকরে বেরোচ্ছে শরীরী আগুন। চোখে মুখে অগোছালো চুল যেন ছবির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
বিকিনি বেব-এর সেক্সি অ্যাটায়ারে রীতিমতো ভিড়মি খাচ্ছেন নেটিজেনরা। প্রতিটি ছবিই ভাইরাল অন্তর্জালে।
হরর কমেডি 'রুহি'-তে শেষবারের মতোন দেখা গেছে জাহ্নবীকে। এছাড়াও রাজকুমার রাও ও বরুণ শর্মা ছবিতে অভিনয় করেছেন। আপকামিং 'দোস্তানা ২', 'তখত'-এ দেখা যাবে জাহ্নবী কাপুর।