- Home
- Entertainment
- Bollywood
- ঐশ্বর্যকে টেক্কা দিয়ে বাজিমাত প্রিয়ঙ্কার, কীভাবে সম্ভব, বউমাকে নিয়ে বিস্ফোরক জয়া
ঐশ্বর্যকে টেক্কা দিয়ে বাজিমাত প্রিয়ঙ্কার, কীভাবে সম্ভব, বউমাকে নিয়ে বিস্ফোরক জয়া
- FB
- TW
- Linkdin
জয়া বচ্চন সবসময় নিজের পুত্র বুধূকে টপে দেখতে চান। এর একাধিকবার প্রমাণ দিয়েছেন তিনি নিজেই।
যেমন এক সাংবাদিক বৈঠকে ঐশ্বর্যকে নাম ধরে ডাকেন এক সাংবাদিক। তখন রীতিমত মেজাজ হারিয়েছিলেন জয়া।
এখানেই শেষ নয়, ঐশ্বর্যকে যদি কেউ অ্যাস বলে ডাকে তাহলেও রেগে যান তিনি। কিন্তু মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার সময় যদি ঐশ্বর্যের নামই না আসে, তাহলে তিনি কাকে দোষারোপ করবেন!
এমনই একপরিস্থিতির সামনে পড়েছিলেন জয়া বচ্চন। সাল ২০০৯, একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর নমিনেশনে ছিলেন ঐশ্বর্য।
তাই জয়া জানতেন এই পুরস্কার ঐশ্বরই পাবেন। কিন্তু তা না হয়ে, পুরস্কার চলে যায় প্রিয়ঙ্কার হাতে।
এরপরই বিষয়টা ভালো চোখে দেখেননি জয়া। একই বছরে যোধা আকবরের জন্য মনোনীত হয়েছিলেন ঐশ্বর্য, কিন্তু ফ্যাশন ছবির জন্য পুরষ্কার পান প্রিয়ঙ্কা।
এরপরই খোলসা হয় এক সাংবাদিক বৈঠকে। যেখানে এক পরিচালক প্রিয়ঙ্কাকে প্রশ্ন করে বসেন, তিনি ঠিক কীভাবে এই পুরষ্কার পেলেন, তা ভেবেই পাচ্ছেন না জয়া বচ্চন।
যদিও এই নিয়ে কোনও মন্তব্যই করেননি প্রিয়ঙ্কা চোপড়া। কারণ বলিউডের কম বেশি সকলেরই জানা, যে জয়া বচ্চনের ঠোঁট কতটা কাটা।