- Home
- Entertainment
- Bollywood
- প্রতারণা, রোগা, ভ্রু অবধি চুল এ কেমন হিরো, শ্যুটিং সেটে গিয়ে শাহরুখকে দেখেই মেজাজ হারিয়েছিলেন জুহি
প্রতারণা, রোগা, ভ্রু অবধি চুল এ কেমন হিরো, শ্যুটিং সেটে গিয়ে শাহরুখকে দেখেই মেজাজ হারিয়েছিলেন জুহি
- FB
- TW
- Linkdin
জুহি চাওলার কেরিয়ার তখন পিকে, আমির খানের সঙ্গে জোট বেঁধে একের পর এক হিট ছবির শুটিং করছেন তিনি।
বলিউডে তখন পছন্দ করছিলেন তাকে, যার ফলে একের পর এক ছবির প্রস্তাব আসতে থাকে।
এমনই সময় হাতে আসে ইয়েস বস ছবির স্ক্রিপ্ট। পরিচালক জানান অভিনেতা নতুন।
তবে আমির খানের মতনই নাকি দেখতে। গল্পটা বেশ ভালো লাগে জুহির ছবির জন্য রাজি হয়ে যায়।
এরপর সিডিউল অনুযায়ী পৌঁছে যান শুটিং সেটে। তখনই তার প্রথম দেখার শাহরুখের সঙ্গে।
দেখামাত্রই চমকে ওঠেন তিনি, সাদা পোশাক কালো রোগা কপাল পর্যন্ত চুল, আমির কোথায়।
চিৎকার করে পরিচালককে তিনি জিজ্ঞাসা করেন, এটা আমির খানের মতো দেখতে!
ছবি করার জন্য যদিও ততদিনে তিনি করে ফেলেছিলেন স্বাক্ষর, তাই বাধ্য হয়েই শাহরুখের সঙ্গে শুটিং করেন তিনি।
সবটাই ঘটে তার অনিচ্ছায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই জানান জুহি।
পাশাপাশি তিনি আরো জানান, তিনি নাকি যাকে রিজেক্ট করেন তিনি হয়ে ওঠেন সুপারস্টার।