- Home
- Entertainment
- Bollywood
- অজয়ের বলা এই কথা সহ্য করতে পারেননি কাজল, মুহূর্তে মেজাজ হারিয়ে এ কী করলেন অভিনেত্রী
অজয়ের বলা এই কথা সহ্য করতে পারেননি কাজল, মুহূর্তে মেজাজ হারিয়ে এ কী করলেন অভিনেত্রী
- FB
- TW
- Linkdin
অজয় দেবগণ ও কাজলের মধ্যে থাকা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই যেন এক কথায় সকলের নজর কাড়ে। এক কথায় বলতে গেলে দুই উল্টো স্বভাবের স্টার জুটি।
একদিকে অজয় দেবগণ যেমন ইন্ট্রোভার্ট, লাজুক, কথা বলতে ভাবেন, তেমনই টকেটিভ ও সকলের সঙ্গে মিলে মিশে থাকেন কাজল।
বলিউডে কোনও পার্টি বা কোনও অনুষ্ঠান খুব একটা পছন্দ করেন না অজয় দেবগণ। যানও খুব কম।
তেমনই আবার বলিউডের তাবর তাবর পার্টিতে নিত্য বিচরণ কাজলের। তাই বিভিন্ন শো থেকে কাজলের ডাকও আসে প্রায়।
তেমনই একবার কফি উইথ কারণে কাজল-অজয় জুটি হাজির হয়েছিলেন। নানা কথায় উঠে আসে একাধিক তথ্য়।
সেখানেই অজয়ের একটি কথা শুনে বেজায় খেপে ওঠেন কাজল। কী বলেছিলেন তিনি...
কাজলকে প্রশ্ন করেছিলেন করণ জোহার, বর্তমানে কোন অভিনেতার সঙ্গে মানাবে কাজলকে, পাল্টা উত্তর দিয়ে বসেন অজয়।
বলেন ও মায়ের ভূমিকাতে! এই কথা শুনে রীতিমত চটে যান কাজল। হাত বাড়িয়ে দেন জুতোর দিকে।
শেষ করণের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কাজল বলিউডের এভার গ্রিন স্টার। তিনি এখনই মায়ের ভূমিকাতে আসতে নারাজ যে, তাও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন এদিন তিনি।