'খারাপ মা তকমা পাওয়াটা খুব সহজ', কীভাবে সন্তান ও সিনেজগত সামলেছেন কাজল
সিনে জগতে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন কাজল। কিন্তু পরিবারে কতটা হিট তিনি! বাইরের জগত সামলাতে গিয়ে কতটা সময় দিতে পেরেছিলেন তাঁর সন্তানদের, এই নিয়ে প্রশ্ন করতেই বিস্ফোরক হয়ে উঠলেন কাজল, তুলে ধরলেন এক অতিবাস্তব ও সত্যকে।
| Published : Jan 28 2021, 04:48 PM IST
- FB
- TW
- Linkdin
সেলিব্রিটির পরিবার মানেই সম্পূর্ণ একটা জগত। যেখানে ফ্যানেদের প্রতি দায়বদ্ধতা থাকে, ঠিক ততটাই দায় থাকে পরিবারের প্রতি।
সমান তালে দুই জগতকে একই সঙ্গে তালে তাল মিলিয়ে বয়ে নিয়ে চলা মানেই তিনি পার্ফেক্ট, কিন্তু একটা ভুল মানেই ভালো মায়ের তকমা মুহূর্তে ঘুচে যাবে।
সেই কারণেই কাজল প্রথম থেকেই নিজের সন্তানদের নিয়ে সতর্ক থাকন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছিলেন কাজল।
কাজলের কথায় এক সন্তান যদি তার মাকে না পায় সময় সময় তবে তা নিয়ে মুহূর্তে চর্চা শুরু হয়ে যায়।
স্কুলে আনতে যেতে হবে, উপস্থিত থাকতে হবে স্কুলের মিটিং-এ। তাদের প্রতিটা প্রয়োজনে পাশে না থাকতে পারাটাই এক বড় অপরাধ।
আর সময় খুব সহজেই খারাপ মা হয়ে ওঠা যায়। মায়ের কাজ অনেক, তা সময়ে সময়ে করতে না পারলেই সমালোচনার মুখে পড়তে হয়।
তাই কাজলও কেরিয়ারের থেকে বেশি নজর দিয়েছিলেন সেই দিকে। যাতে সন্তানদের জীবনে কোনও ফাঁক না থাকে।
এর জন্যই বেশ কিছুদিনের বিরতির পর আবারও ফেরা পর্দায়। একজন মা হয়ে ওঠাটাই কাজল প্রথম জীবনে বেশি গুরুত্ব দিয়ে বিচার করেছিলেন।
যদিও নুরতের কথায় এই বিষয় তাঁর কাছে নতুন কিছুই নয়। তাই এই নিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ নুসরত।