- Home
- Entertainment
- Bollywood
- দেখতে দেখতে কেটে গেল সতেরো বছর, মেয়ে নাইসার জন্মদিনে কাজলের নস্টালজিক পোস্ট
দেখতে দেখতে কেটে গেল সতেরো বছর, মেয়ে নাইসার জন্মদিনে কাজলের নস্টালজিক পোস্ট
কাজলের মেয়ে নাইসা দেবগণ এবার ১৭ এ পা দিলেন। আজ মেয়ের জন্মদিনে পুরনো স্মৃতিতে মন ভাসালেন কাজল। পোস্ট করলেন একটি ভিডিও যা দেখে ইমোশনাল হয়ে পড়েছে নেটিজেনরাও। ছোট্ট নাইসা থেকে বোল্ড অ্যান্ড বিউটিফুল নাইসা, এই পথচলাকে ভিডিওর রূপে এনে পোস্ট করেছেন কাজল। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, সতেরোটা বছর কীভাবে কেটে গেল বুঝতেই পারেননি। প্রাপ্তবয়স্কের দোরগোড়ায় কড়া নাড়ছে নাইসা। তাঁর মেয়েই তাঁর কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা।
- FB
- TW
- Linkdin
)
কাজলের শেয়ার করা ভিডিওটি ইমোশনাল করে দেওয়ার পাশাপাশি নেটিজেনরা কাজলকে একটি অনুরোধও করেছে।
নাইসার সৌন্দর্য থেকে সত্যি চোখ সড়ানো দুস্কর। যার কারণে কাজল ভক্তরা চায় নাইসা বলিউডে আসুক।
মা-বাবা দুজনের প্রতিভা নিশ্চই আছে নাইসার মধ্যে। তাই অভিনয় জগতে নাইসার আসা সফল হবে।
এমনই নানা বক্তব্যে ভরে চলেছে পোস্টের কমেন্ট সেকশন। যদিও বলিউডে ডেবিউ করার কোনও নিশ্চিত খবরের আগেই ভাইরাল তিনি নেটদুনিয়ায়।
ইনস্টাগ্রামে তিনি একজন ইনফ্লুয়েন্সারের চেয়ে কম কিছু না। তাকে নিয়ে নিত্যদিন আলোচনা বসে কমেন্ট সেকশনে, যে ক্রমশ তাকে কাজলের মতো দেখতে হয়ে যাচ্ছে।
কখনও হলুদ লেহেঙ্গায় বা কখনও পিঙ্ক বিকিনিতে চোখে ধাঁধা লাগিয়ে দেন নাইসা।
প্রসঙ্গত, নাইসার নামের অর্থ হল পবিত্রতার দেবী। এই অর্থের কথা মাথায় রেখেই মেয়ের নাম রেখেছিলেন নাইসা।
নাইসার পড়াশুনো বরাবর মুম্বইতে হয়ে এসেছে। এখন তিনি কলেজে। আগামী দিনে হাইয়ার স্টাডিজের ইচ্ছেও রয়েছে তার।
জানা গিয়েছে, বলিউডে ডেবিউ নিয়ে এখন কোনও চিন্তা ভাবনা নেই দেবগণ পরিবারের।
তবে করণ জোহার নাকি চান তাঁরই ব্যানার ধর্মা প্রোডাকশনে ডেবিউ করুক নাইসা।