- Home
- Entertainment
- Bollywood
- জীবনে সাফল্য আনতে চান, কাজলের তিন সিক্রেট মন্ত্র ফাঁস, কোন টোটকায় সাফল্য পেলেন কাজল
জীবনে সাফল্য আনতে চান, কাজলের তিন সিক্রেট মন্ত্র ফাঁস, কোন টোটকায় সাফল্য পেলেন কাজল
জীবনে সফল কেই না হতে চায়। সকলের চোখেই কম বেশি স্বপ্ন থাকে পৃথিবী জয় করার। কিন্তু এই সাফল্যের চাবিকাঠি কী। অনেকেই আছেন যাঁরা প্রায়ই বলে থাকেন, কিছুতেই আমি পারছি না। এই না পাড়ার পেছনে থাকা কারণগুলোকে ধৈর্য ধরে ভেবে দেখেন কটা মানুষ! কাজলের জীবনে সাফল্যের গ্রাফটা নিঃসন্দেহে উর্ধমূখী। তিনি কোন মন্ত্রে বিশ্বাস করেন!
| Published : Jan 29 2021, 10:04 AM IST
- FB
- TW
- Linkdin
শুরুটা যেমনই হোক না কেন, শেষটা যেন হয় স্বপ্নের মত। এমনভাবেই জীবনটাকে বোনার চেষ্টা করে থাকেন অনেকে। কিন্তু সঠিক মন্ত্রটা কি সকলের কাছে থাকে!
তাই এবার কাজল প্রকাশ্যে নিয়ে এলেন তাঁর জীবনে পথ চলার তিন মূল মন্ত্র। শূণ্য থেকে শুরু করে সুপারস্টারের সফর।
পথ চলাটা যে খুব একটা সহ হয় না, তা হয়তো সকেলেরই কম বেশি জানা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেকে কীভাবে গড়েছিলেন কাজল!
অভিনয় জগত থেকে বেশ কিছু দিন নিজেকে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী কাজল। কয়েক বছর পর আবারও তাঁর দেখা আবারও তাঁর দেখা শাহরুখ খানের বিপরীতে। কিন্তু সেই ছবি করার পরই তিনি আবার সংসারের দিকেই নজর দিয়েছিলে।
তবে আবারও পর্দায় ফিরেছেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে তানাজি দ্য আনসাঙ্গ ওয়ারিয়র ছবিতে।
অজয় দবেগণের এই ছবিতে রানি লক্ষ্মী বাঈয়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। দীর্ঘদিন ধরে এভাবেই নিজের জাদুতে কাবু করেখেছেন কাজল।
সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে সক্রিয় না হলেও মাঝে মধ্যেই দেখা মেলে তাঁর বিভিন্ন পোস্টের। সেখানেই কাজল প্রকাশ্যেই মুখ খুললেন তাঁর জীবনের সাফল্যের পেছনে মূল মন্ত্র নিয়ে।
তবে কেবল তাঁর জীবনেই নয়, প্রতিটি মানুষের জীবনের সাফল্যের পেছনেই এই তিনটি ধাপ জাদুর মত কাজ করে।
সম্প্রতি নিজের পোর্ট ফোলিও থেকে ছবি শেয়ার করে লিখলেন তিনটি মূল মন্ত্র কী, যেখানে উঠে আসে- ১) চেষ্টা করে যেতে হবে, হাল ছাড়লে হবে না।
২) ব্যর্থতা, যিনি ব্যর্থতার মুখ দেখেননি তিনি নতুন করে ভেঙে গড়েননি কখনই।
৩) ব্যর্থতা থেকে শিক্ষা নাও, এবং পুনরায় চেষ্টা কর, যতদিন না পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছনো যায়।
সূত্রের খবর বৃহস্পতিবার সৌরভকে দেখতে এসে এইসব রিপোর্ট খতিয়ে দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।