'রণবীরকে ধর্ষক বলার সাহস কারও নেই ', টুইটারে বিস্ফোরক কঙ্গনা
- FB
- TW
- Linkdin
তা সে রণবীরের ফ্লপ ছবির তালিকা নিয়ে হোক বা তাঁর ব্যক্তিগত জীবন। রণবীর কাপুর সোশ্যাল মিডিয়ায় নিজের নামে নেই, একটি ফেক অ্যাকাউন্টের মাধ্যমে তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন।
যার জেরে তাঁকে জনসমক্ষে পেলে সংবাদমাধ্যমের তাঁর প্রতি কৌতূহল কয়েক গুণ বেড়ে যায়। রণবীর একাধিক বিষয় কোনও মন্তব্য করতে স্বাচ্ছন্দবোধ করেন না।
বিশেষত রাজনৈতিক বিষয় তো নয়ই। যার জেরে তাঁকে বিরুদ্ধে দাঁড়াতে কিঞ্চিৎবোধ নেই কঙ্গনার। সম্প্রতি রণবীরর চরিত্র নিয়ে তুললেন প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে প্রায় ধর্ষকের তুলনা করে ফেললেন।
টিম কঙ্গনা রনাওয়াতের টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, "রণবীর বলিউডের জনপ্রিয় স্কার্ট চেজার (যে স্বল্পপোশাক পরা মেয়েদের দেখলেই দৌঁড়ে বেরায়), তবুও কারও সাহস নেই রণবীরকে ধর্ষক বলার।"
মন্তব্য করা হয়েছে দীপিকার বিষয়ও। "দীপিকা নিজেই নিজের মানসিক অবসাদ নিয়ে বলে বেড়ান। তাঁকে তো কখনও কেউ পাগল বলেনি। এই ধরণের শব্দগুলি কেবল ছোট শহর ও ভদ্র পরিবার থেকে আসা বহিরাগতদের জন্য।"
কঙ্গনার এই বিস্ফোরক পোস্টে একের পর এক তর্কবিতর্ক লেগেই চলেছে। কেউ তাঁর পক্ষে আবার কেউ বিপক্ষে। রণবীরের ভক্তদের সংখ্যা নেহাতই কম নয়। তারা ক্ষোভ উগরে দিয়েছে কঙ্গনার এই পোস্টে।
অন্যদিকে কঙ্গনার সমর্থকদের কথায়, কঙ্গনা যা বলেছেন, প্রতিটি শব্দ ধ্রুবসত্য। কাপুর পরিবারের ক্যাসানোভা চরিত্রের বিষয় সকলেই সবটা জানে তবে কেউ কিছু বলে না।
এদিকে কঙ্গনার ভক্তদের একাংশ এখন রুখে দাঁড়িয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। তাঁকে বারে বারে উপদেশ দিয়ে চলেছে সেই একদল নেটিজেন। কঙ্গনা সকলের বিরুদ্ধে মন্তব্য করছেন তা তাদের মোটেই পছন্দ নয়।
তাদের দাবি, কঙ্গনা এভাবে নিজের ভক্তদের সংখ্যা কমাচ্ছেন। তিনি একজন দক্ষ অভিনেত্রী, তাঁর সুদীর্ঘ কেরিয়ার এখনও পড়ে রয়েছে। কেন শুধু শুধু সকলের বিরুদ্ধে কারণ ছাড়াই মন্তব্য করে যাচ্ছেন।
তাদের কথায়, কঙ্গনা, সুশান্তের মৃত্যুকে হাতিয়ার করে এগিয়ে যেতে চাইছেন এ কথা আর লুকিয়ে নেই। সকলে বুঝতে পারছেন কঙ্গনা সুশান্তের মৃত্যুকে নিজের কাজের জন্য ব্যবহার করছেন।