- Home
- Entertainment
- Bollywood
- হ্যাশের নেশা কঙ্গনার জলভাত, প্রাক্তন প্রেমিক অধ্যয়নকে কোকেনের প্রস্তাব দিয়েছিলেন বলিউডের 'কুইন'
হ্যাশের নেশা কঙ্গনার জলভাত, প্রাক্তন প্রেমিক অধ্যয়নকে কোকেনের প্রস্তাব দিয়েছিলেন বলিউডের 'কুইন'
- FB
- TW
- Linkdin
বি-টাউনের প্রথম সারির অভিনেতা রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশল, পরিচালক অয়ন মুখোপাধ্যায় সহ আর অনেক তারকাদের মাদক পরীক্ষার দাবি তুলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন কঙ্গনা রানাউত।
কঙ্গনা আরও জানিয়েছেন, বলিউডের ৯৯ শতাংশ অভিনেতাই মাদকের নেশায় আসক্ত। প্রত্যেকের রক্তের নমুনা সংগ্রহ করে মাদক পরীক্ষার দাবিও তুলেছেন কঙ্গনা।
এবার কঙ্গনাকে নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। কঙ্গনা নিজেই নাকি নিষিদ্ধ মাদক নিতেন।
এমনই বিস্ফোরক অভিযোগ তোলেন কঙ্গনার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন।
অধ্যয়ন জানিয়েছেন, কঙ্গনা একসময় প্রতিদিন হ্যাশ খাওয়াতেন সকলকে।
তবে শুধু হ্যাশ নয়, তার সঙ্গে কোকেন দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন কঙ্গনা। একটি সাক্ষাৎকারেই সেকথা স্বীকার করেছিলেন অধ্যয়ন।
অধ্যয়ন আরও জানিয়েছিলেন, তিনি নিজেও কঙ্গনার সঙ্গে ৪-৫ বার হ্যাশ নিয়েছেন। এমনকী কোকেন নেওয়ার জন্য অধ্যয়নকে প্রস্তাব দিয়েছিলেন কঙ্গনা।
কঙ্গনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অধ্যয়ন বলেছিলেন, তিনি কোকেন নিতে একদমই রাজি নন। তবে কোকেন না নিলেও নিয়মিত হ্যাশ নিতেন কঙ্গনা।
একসময়ে কঙ্গনার সঙ্গে সম্পর্কে জড়ান অধ্যয়ন সুমন। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।।
ঝগড়া-ঝামেলার মধ্য দিয়েই সেই সম্পর্ক শেষ হয়। শারীরিক নির্যাতন, মানসিক যন্ত্রণা একাধিক অভিযোগ এনেছিলেন অধ্যয়নের বিরুদ্ধে কঙ্গনা।