- Home
- Entertainment
- Bollywood
- ১৪ মাস ধরে তৈরি হয়েছে কঙ্গনার লেহেঙ্গা, প্রায় ৮ কোটির টাকা খরচ করলেন ভাইয়ের বিয়েতে
১৪ মাস ধরে তৈরি হয়েছে কঙ্গনার লেহেঙ্গা, প্রায় ৮ কোটির টাকা খরচ করলেন ভাইয়ের বিয়েতে
ভাইয়ের বিয়ে বলে কথা। বাড়িতে বহুদিন পর খুশির আমেজ। একমাত্র আদরের ভাইয়ের বিয়েতে মন ভরে আনন্দ করলেন কঙ্গনা রনাওয়াত। তবে এই আনন্দের পিছনদে অনুভূতি, ভালবাসা, হাসিমুখগুলো যেমন উজ্জ্বল নক্ষত্রের মত দেখাচ্ছে তেমনই এর পিছনে রয়েছে অনেকগুলো শূণ্যও। ভাইয়ের বিয়ের জন্য প্রায় খরচা করলেন আট কোটি টাকার কাছাকাছি। এমনকী নিজেকে সাজাতেও করেছেন সাংঘাতিক খরচা।

ভাইয়ের বিয়ে বলে কথা। বাড়িতে বহুদিন পর খুশির আমেজ। একমাত্র আদরের ভাইয়ের বিয়েতে মন ভরে আনন্দ করলেন কঙ্গনা রনাওয়াত। তবে এই আনন্দের পিছনদে অনুভূতি, ভালবাসা, হাসিমুখগুলো যেমন উজ্জ্বল নক্ষত্রের মত দেখাচ্ছে তেমনই এর পিছনে রয়েছে অনেকগুলো শূণ্যও। ভাইয়ের বিয়ের জন্য প্রায় খরচা করলেন আট কোটি টাকার কাছাকাছি। এমনকী নিজেকে সাজাতেও করেছেন সাংঘাতিক খরচা।
গয়না পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা বিভিন্ন রঙের দামী পাথরের ভারী হার দুল।
বেগুনি, নীল রঙের এই লেহেঙ্গা তৈরি করতে সময় লেগেছে প্রায় ১৪ মাস। যার কারণে এর দাম ১৬ লাখ টাকা।
ভাইয়ের বিয়েতে যে কেবল নিজের উপরেই খরচা করেছেন কঙ্গনা তা নয়। বিয়ের প্রতিটি জিনিসে খরচ করেছেন সাংঘাতিকভাবে।
প্রায় সাত কোটি টাকা খরচ করেছেন ভাইয়ের বিয়ের জন্য। বিয়ের সমস্ত অনুষ্ঠান, গয়না, কাস্টম মেড পোশাক।
এই সমস্ত বহুদিন ধরে প্ল্যান করে বানিয়েছেন কঙ্গনা। বিগ ফ্যাট ইণ্ডিয়ান ওয়েডিং যেমন হয় তেমনই ছিল অক্ষতের বিয়ে।
উদয়পুরের সেভেন স্টার হোটেলে জমেছিল বিয়ের আসর। বিয়ের প্রায় সমস্ত ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গোলাপী রঙের লেহেঙ্গায় দেখা গিয়েছে অক্ষতের স্ত্রী ঋতুকে। অন্যদিকে একই ধরণের লেহেঙ্গায় সেজেছিলেন কঙ্গনার দিদি রঙ্গোলী।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।